রাজ্যের একটি আবাসিক ছাত্রাবাসে সম্প্রতি চুক্তিভিত্তিক ভাবে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেকোনো ভারতীয় নাগরিক এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদনের সময়সীমা ইত্যাদি বিস্তারিত তথ্য বিশদে জানুন আজকের এই প্রতিবেদনে।
Employment No.:
877/MA&ME/BIR
পদের নাম:
i) মেট্রন (Matron)
ii) রাঁধুনি (Cook)
iii) রাঁধুনির সহকারী (Assistant of Cook)
iv) নৈশপ্রহরী (Night Watchman)
v) কর্মবন্ধু (Karmabandhu)
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য সংশ্লিষ্ট গ্রামের স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) তিন বছরের পুরনো সদস্য (Old Member) হতে হবে।
ii) এছাড়া প্রার্থীর যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকে তাহলে তিনি অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন:
সম্মিলিতভাবে স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) কে প্রতি মাসে ১৮,৫০০/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) সম্পূর্ণ অফলাইন (Offline) মাধ্যমে আবেদন করতে হবে।
ii) আবেদনের জন্য স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সদস্যদের ভোটার অথবা আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের নথি (Registration Certificate, Voter or Aadhaar Card, PAN Card and Bank Details) একত্রিত করে সমষ্টি উন্নয়ন আধিকারিক -এর দপ্তরে আবেদন জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিক -এর দপ্তর, সিউড়ি, বীরভূম।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩১ আগস্ট, ২০২৩
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে(Website)।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh