HomeJob updatesইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

সম্প্রতি Indian Coast Guard এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী নিয়োগের (Employee Recruitment) কথা জানানো হয়েছে। Group C এর বিভিন্ন পদের জন্য করা হবে নিয়োগ। সমস্ত পদের বিবরণ এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (Indian Coast Guard Group-C Recruitment 2023)

যে যে পদের জন্য নিয়োগ করা হবে সেগুলি হলো:

1. Engine Driver
2. Store Keeper Grade 2
3. Fork Lift Operator
4. CTMD (OG)
5. Carpenter
6. Sheet Metal Worker
7. Motor Transport Fitter
8. Unskilled Labourer

নিচে এই পদগুলির সম্পর্কে বিস্তারিত জানানো হলো:

নোটিশ প্রকাশের তারিখ:

15-21/08/2023

1. পদের নাম:

Engine Driver

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) প্রার্থীর অন্তত দুই বছরের ইঞ্জিন ড্রাইভার (Engine Driver) হিসেবে কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Store Keeper Grade 2

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নুন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
ii) প্রার্থীর অন্তত এক বছরের স্টোর সামলানোর (Store Handling) অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

3. পদের নাম:

Fork Lift Operator

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

4. পদের নাম:

CMTD (OG)

শূন্যপদ:

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ii) প্রার্থীর নিজস্ব ড্রাইভিং লাইসেন্স (Driving License) থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর অন্তত দুই বছরের হেভি ও লাইট ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা (Work Experience as Heavy and Light Driver) থাকতে হবে।

বয়সসীমা:

i) আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়স 27 বছর পর্যন্ত হতে পারে।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

5. পদের নাম:

Carpenter

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

6. পদের নাম:

Sheet Metal Worker

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) মাধ্যমিক পাশ হতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 27 বছর বয়স বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

7. পদের নাম:

Motor Transport Fitter

শূন্যপদ:

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীকে অটোমোবাইল (Automobile) বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

8. পদের নাম:

Unskilled Labourer

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ii) OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) এখানে আবেদন করা যাবে অফলাইন (Offline) মাধ্যমে।
ii) আবেদন করার জন্যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে অফিসিয়াল নোটিশটি (Official Notice) ডাউনলোড করে নিতে হবে।
iii) নোটিশের 9 নং পাতায় আবেদনপত্রটি পাওয়া যাবে।
iv) সেটি প্রিন্ট করিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অর্থাৎ পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা (Identification Card, Educational Qualification) ইত্যাদি দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ (Form Fillup) করতে হবে।
v) পূরণ করা ফর্মের সাথে প্রয়োজনীয় নথি (Important Documents) সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Headquarters Region (NE)
Coast Guard (for CSO(P&A)}
Synthesis Business Park 6 Floor,
Shrachi Building Rajarhat,
New Town
Kolkata-700161

নিয়োগ পদ্ধতি:

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় নথি:

  • 1. Proof of Educational Qualification
  • 2. Photo ID
  • 3. Evidence of experience
  • 4. Cast Certificate
  • 5. Passport size photograph

আবেদনের সময়সীমা:

আগামী 29 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular