নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। ন্যায্য চাকরির দাবিতে পথে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এদিকে হাইকোর্টে(Calcutta High Court) একের পর এক মামলা চলছে। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মেধা তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন(SSC)।
আপার প্রাইমারির মেধাতালিকা (Upper Primary Merit List) প্রকাশ করতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। গত বুধবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ(Division Bench) নির্দেশ দিয়েছে যত শীঘ্র সম্ভব, স্কুল সার্ভিস কমিশনকে ওয়েটিং লিস্ট(Upper Primary Waiting List) এবং মেধাতালিকা প্রকাশ করতে হবে।
আগামী এক সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। School Service Commission এর পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করার বিষয়টি জানানো হয়েছে। তার সাথে প্রকাশ করা হবে ওয়েটিং লিস্টের তালিকা।
সুখের খবর স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করা হবে। তবে উচ্চ আদালত জানিয়েছে যে মেধা তালিকায এখন প্রকাশ করা হলেও, নিয়োগ প্রক্রিয়া(Recruitment) এখন করা হবে না। রাজ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হয়েছিল আজ থেকে প্রায় ৮ বছর আগে। ১৪ হাজার ৪০০ টির কাছাকাছি শূন্যপদ ছিল সেই সময়।
দীর্ঘ সময় ধরে নিয়োগের আশায় রয়েছেন চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশের পর অবশেষে মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৩১ আগস্ট।
উচ্চ প্রাথমিকে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আরো একদল চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে ইন্টারভিউ(Upper Primary Interview) নেবার পরে পুনরায় উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। তাই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এখানে স্পষ্ট।