HomeJob updatesরাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, জানুন বিস্তারিত।

বর্তমান যুগে সমস্ত মেয়েই চায় নিজের পায়ে দাঁড়াতে। বহু মেয়েই এমন আছে যারা বিয়ের পরে বেশি করে নিজের পায়ে দাঁড়াতে আগ্রহী হয়। তাঁদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের (Anganwadi Employee and Helper) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাও নুন্যতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে। পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করতে পারবেন চাকরির জন্য। ইচ্ছুক হলে আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Anganwadi Recruitment)

পদের নাম:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
(Anganwadi Employee and Helper)

মোট শূন্যপদ:

১৫৫ টি।
বিভিন্ন ব্লক ভিত্তিক শূন্যপদের সংখ্যা ভিন্ন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি (Official Notification) পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা:

i) নূন্যতম অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
ii) যেসব প্রার্থীর শিশু খাদ্য রান্না এবং প্রাথমিক শিক্ষাদানের ধারণা (Baby Food Cooking and Early Learning Concepts) থাকবে তাঁরা অগ্রাধীকার পাবেন।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে(Online Process)।
ii) প্রথমে প্রার্থীকে নিয়োগ সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Recruitment’ অপশনে যেতে হবে।
iii) এরপরে সেখানে থাকে ‘Online Application’ অপশনে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীর নিজের যাবতীয় তথ্যসমেত এবং আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য অর্থাৎ একটি পাসপোর্ট সাইজ ফটো, নিজের স্বাক্ষর, জাতি শংসাপত্র (Photo, Signature, Caste Certificate) ইত্যাদি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
iv) এবার Submit করুন।

নিয়োগ স্থান:

নিয়োগ করা হবে হুগলি জেলার পাণ্ডুয়া, জাঙ্গীপাড়া, আরামবাগ ও ভদ্রেশ্বরের বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে।

নিয়োগ প্রক্রিয়া:

লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ পরীক্ষার পাঠক্রম:

i) মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী), পূর্ণমান – ১৫
ii) পাটি গণিত (অষ্টম শ্রেণী), পূর্ণমান – ২০
iii) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন, পূর্ণমান – ১৫
iv) ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ: পূর্ণমান – ২০
v) সাধারণ জ্ঞান: পূর্ণমান – ২০

আবেদনের শেষ তারিখ:

আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩

এই বিষয়ে আরো জানতে ইচ্ছুক হলে প্রার্থীদের Website এ যেতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular