HomeJob updatesরাজ্যের পুলিশের সদর দপ্তরে DEO নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের পুলিশের সদর দপ্তরে DEO নিয়োগ, জানুন বিস্তারিত।

West Bengal Police Telecommunication Department এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি। চুক্তিভিত্তিক এই কাজের জন্য আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিতে হলে পড়ুন প্রতিবেদনটি। (WBP DEO Recruitment)

পদের নাম:

Data Entry Operator

শূন্যপদ:

বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীর Computer Application এ Graduate সহ Certificate থাকতে হবে।
ii) MS Word , Excel এবং Internet এর বিষয়ে দক্ষতা হতে হবে।
iii) Government/PSU/অন্যান্য সংস্থায় কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিটির 3 নম্বর পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড (Download) করতে হবে।
iii) এরপরে আবেদনপত্রটি পূরণ করে PDF Format এ Scan করে ডাকযোগে বা ইমেলের মাধ্যমে জমা দিতে হবে অন্যান্য জরুরি তথ্য সংযুক্ত করে।

বিঃ দ্রঃ: অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন (Without Signature) আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে।

বেতনক্রম:

মাসিক বেতন ১৬ হাজার টাকা।

যা যা তথ্য লাগবে:

1. Two Copies of Coloured Passport Size Photograph
2. Birth Certificate
3. Certificates of Educational Qualification
4. Certificate of Computer Knowledge/Application
5. Aadhar Card/ PAN Card / EPIC
6. Experience Certificate (If Available)

ডাক মারফত আবেদন পাঠানোর ঠিকানা:

The Director General of Police, Telecommunication(HQ), West Bengal,
3, Manik Bandopadhyay Sarani,
Tollygunge, Kolkata,
PIN – 700040

E-mail Address:

deo23telecomhq@gmail.com

নিয়োগ প্রক্রিয়া:

i) আবেদনপত্রগুলি ভালোভাবে যাচাইয়ের পরে প্রার্থীদের Written Test নেওয়া হবে।
ii) Written Test এ উত্তীর্ণ প্রার্থীদের Interview নেওয়া হবে এবং বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

কাজের সময়সীমা:

প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে এবং পরে প্রার্থীর অভিজ্ঞতা (Experience) এবং কাজের প্রয়োজনের ভিত্তিতে এই সময়সীমা বৃদ্ধি পেতে পারে।

পরীক্ষা এবং ইন্টারভিউ (Exam and Interview) নেওয়ার তারিখ:

এই বিষয়ে পরে ওয়েবসাইটে (Website) জানানো হবে।

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular