HomeJob updatesরামকৃষ্ণ মিশনে Group-D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জেনে নিন।

রামকৃষ্ণ মিশনে Group-D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জেনে নিন।

অনেকেরই স্বপ্ন থাকে ভবিষ্যতে শিক্ষকতা করার। ছোটো ছোটো বাচ্চাদের বা উঁচু ক্লাসের বাচ্চাদের পড়াতে অনেকেই চান। আজ তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সম্প্রতি Ramkrishna Mission Boys Home High School এর তরফে Group-D এবং Assistant Teacher এর জন্য নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই প্রতিবেদনে পদগুলোর আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে জেনে নিন। (Rahara Ramakrishna Mission Recruitment)

নিয়োগ বোর্ড:

রামকৃষ্ণ মিশন

পদের নাম:

i) Assistant Teacher
ii) Group D

শূন্যপদের সংখ্যা:

3টি।

আবশ্যিক যোগ্যতা:

i) কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে।

ii) Assistant Teacher:

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলা বিষয়ে স্নাতক (Graduate) এবং B.Ed Training যুক্ত হতে হবে।

iii) Group D (Lab Attendant):

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নুন্যতম অষ্টম শ্রেণীতে পাশ (8th Class Passed) হতে হবে।

বয়সসীমা:

i) Assistant Teacher পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে।
ii) Group D পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর বয়স নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
iii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) ভালো ভাবে পড়ুন।
iii) এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া Application Form টি Download করে নিজের সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
iv) আবেদনপত্র (Application Form) পূরণ করা সম্পন্ন হলে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে দিন।

আবেদন ফি:

i) Unreserved : 500
ii) SC/ST/PWD : 400
iii) PH : 300

শুধুমাত্র নগদ অর্থ (Cash Money) দেওয়া যাবে ফি বাবদ।

মাসিক বেতন:

i) Assistant Teacher: 36,000/- টাকা
ii) Group D: 19,000/- টাকা

নির্বাচন প্রক্রিয়া:

i) Written Exam
ii) Interview

আবেদনপত্র এবং ভর্তি ডাউনলোড করার তারিখ:

06/08/2023 থেকে 19/08/2023 তারিখ অবধি।

আবেদনের শুরুর তারিখ:

07/08/2023

আবেদনের শেষ তারিখ:

22/08/2023

পরীক্ষার তারিখ:

এখনও বলা হয়নি।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে।

RKM Rahara Recruitment এর বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular