অনেকেরই সুপ্ত ইচ্ছা থাকে Airport এ কাজ করার কিন্তু শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) বেশি না হবার কারণে সুযোগ পান না আবেদনের। যদি আপনিও এরকম সুপ্ত বাসনার অধিকারী হয়ে থাকেন কিন্তু কোনো কারণবশত সুযোগ না পেয়ে থাকেন আবেদনের তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর। Airport Authority of India তে নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি যার নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ(Madhyamik Passed)। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (AAI Vacancy)
Employment No.:
AAICLAS/HR/CHQ/Rect./TR/2023
পদের নাম:
Trolley Retriever
মোট শূন্যপদ:
১০৫ টি (General-৪৪টি, OBC-২৮টি, SC-১৫টি, ST-৭টি, EWS-১১টি)
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক (Madhyamik) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) আবেদনকারীদের উচ্চতা হতে হবে নূন্যতম ১৬৭ সেমি এবং ওজন হতে হবে নূন্যতম ৫৫ কেজি।
মাসিক বেতন:
বেসিক পে ১০,০০০/- টাকা
অন্যান্য পে এলাউন্স (Pay Allowance) মিলিয়ে মোট বেতন:
২১,৩০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য AAICLAS -এর অফিসিয়াল ওয়েবসাইটের (Official Website) মাধ্যমে আবেদন করতে হবে।
iii) প্রার্থীর নিজের একটি বৈধ ফোন নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি (Verified Phone Number and Verified Email ID) থাকা আবশ্যক।
iv) অনলাইনে আবেদন জানানোর পর প্রাপ্ত রেফারেন্স আইডি (Reference ID) নোট করে রাখতে হবে আবেদনকারীদের।
আবেদন ফি:
আবেদনকারীদের এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩১ আগস্ট, ২০২৩
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh