HomeJob updatesDRDO-র অধীনস্থ গবেষনাগারে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

DRDO-র অধীনস্থ গবেষনাগারে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে একাধিক বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের(DRDO Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

DRL Tezpur JRF Recruitment 2023 – তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

রিসার্চ অ্যাসোসিয়েট
জুনিয়র রিসার্চ ফেলো

মোট শূন্যপদ-

মোট ৬টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন শেষ-

07/08/2023

বেতন-

মাসে ৩১০০০ থেকে ৫৪০০০ টাকা বেতন দেওয়া হবে।
রিসার্চ অ্যাসোসিয়েট: ৫৪ হাজার টাকা।
জুনিয়র রিসার্চ ফেলো: ৩১ হাজার টাকা।

বয়সসীমা-

২৮ থেকে ৩৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা-

বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি, পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন, এমন প্রার্থীরা রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন।

ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি/ফিজিক্যাল/পলিমার কেমিস্ট্রি, জীবন বিজ্ঞান, মাস্টার অফ ফার্মাসি/ মাস্টার অফ সায়েন্স ইন ফার্মাসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া-

ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ডিআরডিও-এর ওয়েবসাইটের থাকা বিজ্ঞপ্তি থেকে আবেদনের লিঙ্কে যেতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে DRDO এর অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular