HomeJob updatesকলকাতা বিশ্ববিদ্যালয়ে হোম সায়েন্স বিভাগে কাজের সুযোগ, বিশদে জানুন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে হোম সায়েন্স বিভাগে কাজের সুযোগ, বিশদে জানুন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে Home Science এর বিভাগে প্রার্থী নিয়োগ (Recruitment) করা হবে গবেষণার কাজে। চুক্তিভিত্তিক এই কাজের নিয়োগের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of the University) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া সহ জেনে নিন বিশদে। (CU Recruitment)

পদের নাম:

Project Fellow

বিভাগের নাম:

Home Science

গবেষণা প্রকল্পটির নাম:

Development of Nutrient-Rich Oil-in-Water Nanoemulsions for Diarrheal Disease and Associated Malnutrition Management in Developing Nations.

শূন্যপদের সংখ্যা:

বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা স্পষ্ট ভাবে জানানো হয়নি।

বয়সসীমা:

আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

কাজের মেয়াদ:

প্রাথমিক ভাবে কাজের মেয়াদ চার মাসের তবে তা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় ফান্ড (Required Fund) এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে বৃদ্ধি পেয়ে আরো ছ’মাস পর্যন্ত হতে পারে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Animal Handling, Tissue Isolation, Ex-vivo, In Situ Cell Cultures, Nanostructures সহ অন্যান্য বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
ii) যেসব প্রার্থীর Human Trial নিয়ে কাজের অভিজ্ঞতা (Work Experience) আছে তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বেতনক্রম:

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার (Work Experience) উপর নির্ভর করে মাসিক বেতন স্থির করা হবে।

গবেষণা প্রকল্পটির অর্থ যোগান দিচ্ছে কারা?
কানাডার University, Saskatchewan International Research Partnership Fund অর্থের যোগান দিচ্ছে এই প্রকল্পের জন্য।

প্রজেক্ট তত্ত্বাবধানের দায়িত্বে কে থাকবেন?
প্রজেক্টের তত্ত্বাবধায়ক থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের Home Science Department এর Professor Pubali Dhar এবং Saskatchewan University এর Associate Professor Supratim Ghosh!

আবেদন প্রক্রিয়া:

আবেদনে আগ্রহীদের নিজের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে (Mail ID) পাঠিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ দিন:

আগামী ৩১শে জুলাই

বাছাই প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য নেওয়া হবে ইন্টারভিউ(Interview)। ইন্টারভিউয়ের দিনক্ষণ যথা সময়ে জানানো হবে।

এই বিষয়ে আরো তথ্য জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of the University) যেতে হবে।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular