কলকাতার Indian Institute of Science Education and Research এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।সম্প্রতি প্রতিষ্ঠানের Biological Sciences এর তরফে তাদের ওয়েবসাইটে (Website) এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (IISER Kolkata Recruitment)
পদের নাম:
Laboratory Assistant(Technician)
কাজের মেয়াদ:
১২ মাস অর্থাৎ ১ বছর।
বেতনক্রম:
মাসিক ২০ হাজার টাকা করে দেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Biological Sciences এ Bachelor Degree প্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীর যদি Biological Sciences বিষয়ে Masters Degree থাকে, তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক প্রার্থীদের সবার আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) যেতে হবে।
iii) বিজ্ঞপ্তিতে দেওয়া মেইল আইডিতে (Mail ID) গিয়ে আবেদনপত্র এবং যাবতীয় তথ্য মেইল (Mail) করে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:
আগামী ১ অগস্ট।
নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দিন:
আগামী ৮ অগস্ট।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে।
এই সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh