পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন দপ্তরে (Electric Supplier Department) রয়েছে বিপুল পরিমাণে শূন্যপদ। ভারতের তথা পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই করা যাবে আবেদন। আবেদন পদ্ধতি সহ বাকি সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (WBPDCL Recruitment)
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন দপ্তর অর্থাৎ Power Development Corporation Limited এর তরফে হবে নিয়োগ।
পদের নাম:
i) Graduate Apprentice
ii) Diploma Apprentice
শূন্যপদের সংখ্যা:
প্রার্থীদের শ্রেণী অনুযায়ী এই শূন্যপদের সংখ্যা বিভক্ত করা আছে। বিশদে জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
বয়সসীমা:
i) আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
i) Graduate Apprentice পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত University থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ Electrical/Mechanical/Instrumentaion/Electronics Engineering এ স্নাতক তথা Graduation Pass হতে হবে অথবা Technician পদে দক্ষতা অর্জন করে থাকতে হবে।
ii) Diploma Apprentice পদে আবেদনে ইচ্ছুক হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ Electrical/Mechanical/Instrumentaion/Electronics Engineering এ Diploma Passed হতে হবে অথবা Technician পদে দক্ষতা অর্জন করে থাকতে হবে।
বেতনক্রম:
i) Graduate Apprentice পদের প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড 9,000/- টাকা।
ii) Diploma Apprentice পদের প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড 8,000/- টাকা।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) সংস্থার Official Website এ গিয়ে অনলাইন আবেদনের লিংকে ক্লিক (Click on the Link of Online Application) করুন।
iii) এরপরে নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি (Candidate’s name, Candidate’s Father Name, Educational Qualification, Age, Gender, Address, Category) ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্মটি (Online Form) পূরণ করুন।
মনে রাখবেন যে, অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি (Verified Email and Phone Number) রাখা জরুরি।
iv) এরপরে নিজের সমস্ত জরুরি তথ্য এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার (Passport Size Photo and Signature) ইত্যাদি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করে সাবমিট করুন।
আবেদনের সময়সীমা:
আগামী 01/08/2023 তারিখ থেকে আগামী 21/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে প্রার্থীকে।
Important Links:
Official Website: Click Here
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) দেখতে পারেন।
-Written by Riya Ghosh