বর্তমানে রাজ্যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। কড়া ভাবে নেওয়া হচ্ছে ইন্টারভিউ। আগের মত যাতে গাফিলতির কোনো প্রশ্ন না ওঠে, তাই জন্য অনেক নতুন নিয়ম মেনে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। পূর্বে প্রাথমিক শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে ১৮ দফা পর্যন্ত Tet Interview(WB Primary TET 2023) এর সময়সূচি প্রকাশ করা হয়েছিল। তবে সম্প্রতি প্রাথমিক শিক্ষা দপ্তর ১৯ দফা Tet Interview 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Primary Education Department এর অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org- এ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের Primary TET Interview 2023 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইমারি টেটের ১৯ দফা ইন্টারভিউ হবে আগামী ২৪ জুলাই, সোমবার। যাঁরা B.Ed Special Education প্রশিক্ষণপ্রাপ্ত, তারা ইন্টারভিউ এর জন্য আবেদন করেননি। আদালতের নির্দেশে যারা ইন্টারভিউতে অংশ নেবার সুযোগ পেয়েছিলেন, তাদেরকে এই দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
বিজ্ঞতিতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সম্পর্কেও বলা হয়েছে।
Tet Admit Card, টেট উত্তীর্ণ হওয়ার নথি,বি.এড/ডি.এল.এড/ডি.এড মার্কশিট, মাধ্যমিকের Admit, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট,মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার বা আধার কার্ড(Adhaar Card), জাতিগত শংসাপত্র,নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের শংসাপত্র ইত্যাদি নিয়ে ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে।
আরো বিস্তারিত তথ্যের জন্য Primary Education Department এর অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org- এ নজর রাখতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের।