বর্তমানে যেসব। পড়ুয়ারা UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হলো তনু জৈন(Tanu Jain)। সোশাল মিডিয়ায় তার ভিডিও খুবই ফেমাস। তনু জৈন এর UPSC-র মক ইন্টারভিউ গুলির ভিডিও ইউটিউব এবং ইনস্টাগ্রাম রিল(Tanu Jain Videos) এর মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে তনু জৈন একজন ডিআরডিও-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। একই সাথে তিনি Dhristi IAS কোচিংয়ের হয়ে মক ইন্টারভিউ(UPSC Mock Interview) নেন। তবে তাঁর সাফল্যের গল্প জানলে সত্যিই অনুপ্রাণিত হবেন আপনি।
মাত্র 2 মাসের প্রস্তুতিতেই তিনি UPSC উত্তীর্ণ হন। তিনি পড়াশোনা শুরু করেছিলেন দন্ত চিকিৎসা(BDS) নিয়ে। কিন্তু তিনি হয়ে গেলেন একজন সফল IAS অফিসার।
পড়াশোনার থেকে বেশি আগ্রহ ছিল খেলাধুলায়। ছোট থেকেই মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়েছেন। তবে তার পরিবার কখনোই তাকে পরীক্ষায় বেশি নম্বর জন্য চাপ দিত না।
BDS ডিগ্রিতে Scholarship এর জন্য আবেদন করবার সময় তনু জৈন এর বাবা তাঁকে পরিবারের দূরসম্পর্কের এক সদস্যের থেকে উপদেশ নিতে বলেন। তিনি যার কাছে উপদেশ নিতে গিয়েছিলেন, তিনিও ছিলেন একজন সিভিল সার্ভিস(Civil service) এর কর্মী। এই সাক্ষাৎ-ই তনু জৈন এর মনে IAS হবার ইচ্ছা জাগিয়ে দেয়।
দিল্লির Cambridge স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর, মিরাটের সুভারতি মেডিকেল কলেজ থেকে ডেন্টাল সার্জারি বিষয়ে Graduation Degree অর্জন করেন তনু জৈন। প্রথমবার পরীক্ষায় মাত্র ২ মাসের প্রস্তুতিতেই UPSC প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ২০১৪ সালে তিনি UPSC পরীক্ষায় ৬৪৮ র্যাঙ্ক করেন।