HomeJob updatesISRO-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত।

ISRO-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত।

Indian Space Research Organization অর্থাৎ ISRO এর Vikram Sarabhai Space Center অর্থাৎ VSSC তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, শূন্যপদ কত ইত্যাদি অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে। ভালো ভাবে পড়ুন।

পদের নাম:

i) Scientist / Engineer-SD
ii) Scientist / Engineer-SC

শূন্যপদ:

৬১টি।

আবশ্যিক যোগ্যতা:

বিজ্ঞপ্তিটি (Notification) ভালো করে পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

i) সবার প্রথমে প্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
ii) ওয়েবসাইটে (Website) গিয়ে Career অপশনে গিয়ে আবার অনেকগুলি অপশন পাবেন। সেগুলির মধ্যে থেকে VSSC Recruitment Advertisement No: RMT327- এই অপশনে গেলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।
iii) পৃষ্ঠাটিতে দেওয়া আবেদনপত্রের লিঙ্ক (Application Form Link) থেকে নিজের জরুরি তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
iv) এরপরে নিজের সমস্ত দরকারি তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করুন।
v) এরপর আবেদন ফি জমা দিয়ে আবেদন পূরণ করতে হবে।
vi) সবকিছুর শেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট (Print Out) বের করে রাখুন নিজের কাছে।

আবেদন ফি:

i) আবেদনকারীদের সকলকেই আবেদন ফি (Application Fee) বাবদ ৭৫০/- টাকা জমা দিতে হবে।
ii) পরবর্তী সময়ে মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মী এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের (Female Candidate, SC, ST, Retired Person, Specially Able Candidate) প্রার্থীদের এই টাকা ফিরিয়ে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া :

লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের এবং তখনই আবেদনের ফি বাবদ অর্থ ফিরিয়ে দেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ:

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া (Registration Process) শুরু হয়ে গেছে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular