আমাদের সভ্যতা যাতে উন্নতি হচ্ছে তার সাথে উন্নতি হচ্ছে প্রযুক্তিগত বিভিন্ন বিষয়গুলি। Chatgpt লঞ্চ হবার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সব জায়গাতেই চর্চা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন কোর্সের পরিমাণও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিক্ষা, ব্যবসা, অটোমোবাইল থেকে শুরু করে মেডিকেল শাস্ত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম মানব কল্যাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) কে কাজে লাগানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি ওড়িশার একটি টিভি চ্যানেলে একজন মহিলা নিউজ অ্যাঙ্করকে দেখা গিয়েছে। ঝরঝরে ইংরেজির সাথে তিনি খবর পড়ে চলেছেন। তবে আসল ব্যাপার হল এই নিউজ অ্যাঙ্কর কোন মানুষ নন, বরঞ্চ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence news anchor)।
কম্পিউটার অ্যালগরিদমের সাহায্যে তৈরি করা হয়েছে এই নিউজ অ্যাঙ্করকে। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তিনি কোন মানুষ নন, বরঞ্চ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওড়িশার টিভি চ্যানেলের এই সঞ্চালিকাকে দেখার পর সারা দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই খবর সঞ্চালিকার নাম দেওয়া হয়েছে লিসা, প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খবর সঞ্চালিকা(OTV and Odisha’s first AI news anchor)।
লিসার সুন্দর উচ্চারণ, খবর পরিবেশনার ভঙ্গি পছন্দ হয়েছে নেট দুনিয়ার সকলের। তার সাথে সকলের মনে এই আশঙ্কাও জেগেছে যে, খবর পরিবেশনার কাজেও যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যতে অনেকেই কাজ হারাতে চলেছেন। চাকরি যেতে পারে অনেক মানুষের।
ওড়িশা টিভি চ্যানেলের কর্ণধার জানিয়েছেন যে, লিসা আরো অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে তবে ওটিভি নেটওয়ার্ক টেলিভিশনে শুধুমাত্র উড়িয়া এবং ইংরেজি কথা বলার জন্য ব্যবহার করা হবে লিসাকে। বর্তমানে লিসাকে ওড়িয়া ভাষাতে আরো দক্ষ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।