HomeJob updatesISI কলকাতায় গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

ISI কলকাতায় গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

কলকাতার ISI অর্থাৎ Indian Statistical Institute এ প্রার্থী নিয়োগ করা হবে গবেষণার কাজে। গত মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে(Website)। অস্থায়ী ভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন পদে। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্য জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

Applied Statistics Unit

কোন ক্যাট্যাগরিতে নিয়োগ:

Project Linked Person A, B এবং C ক্যাট্যাগরিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

শূণ্যপদের সংখ্যা:

i) A Category: 1
ii) B Category: 1
iii) C Category: 1

বয়সসীমা:

i) Category A: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
ii) Category B: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
iii) Category C: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

কাজের মেয়াদ:

প্রাথমিকভাবে (Primarily) এক বছরের জন্য নিয়োগ করা হলেও প্রয়োজন অনুসারে এবং কাজের ভিত্তিতে (Work Experience) এই মেয়াদ বেড়ে সর্বাধিক দু’বছর হতে পারে।

বেতনক্রম:

Project Linked Person A, B এবং C ক্যাট্যাগরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে যথাক্রমে ৬৮,০০০ টাকা, ৫২,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা।

আবশ্যিক যোগ্যতা:

  • i) Category A এবং Category B তে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের Cryptology/ Coding/ Coding Theory তে Specialization এর সঙ্গে Mathematics/ Computer Science/ Electronics and Communication এ Phd ডিগ্রি থাকতে হবে।
  • ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে Reputed Organization থেকে দুই বছরেরও বেশী গবেষণার অভিজ্ঞতা (Experience of Research) থাকতে হবে।
  • iii) C Category তে আবেদনের জন্য আলাদা যোগ্যতা রয়েছে যার জন্য বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আগ্রহীদের নিজের সমস্ত জরুরি নথি এবং কভার লেটার (Cover Letter) সহযোগে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে(মেইল Id)।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৯ জুলাই।

নিয়োগ সম্পর্কিত আরও বিশদে তথ্যাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Links:

Official Notification: Download Now
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular