HomeEducation Newsসহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে নেট, সেট বা স্লেট উত্তীর্ণ হতে হবে।...

সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে নেট, সেট বা স্লেট উত্তীর্ণ হতে হবে। নতুন নিয়ম UGC -র।

যে কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পদে নিয়োগ এর ক্ষেত্রে প্রার্থীদের স্টেট এলিজিবিলিটি টেস্ট(State Eligibility Test), ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(National Eligibility Test) বা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)(State Level Eligibility Test) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নতুন বিধিনিষেধ প্রকাশ করল ইউজিসি।

এই যোগ্যতাগুলিকে উচ্চ শিক্ষা দপ্তরে সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগের ন্যূনতম যোগ্যতা বলে ধরা হয়েছে। তবে ইউজিসি কেন অধ্যাপনা নিয়ে এই বিধি নিষেধ জারি করেছে, তা জেনে রাখা প্রয়োজন।

গত ৩০ জুন একটি গ্যাজেটে প্রকাশিত হওয়া এই তথ্যটি সামনে এসেছে। ইউজিসি তরফে প্রকাশিত এই গেজেটে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে 2018 সালের বিধি নিষেধের তথ্য তুলে ধরা হয়েছে।

নতুন বিধি University Grant Commission, (Minimum Qualification For Appointment Of Teachers And Other Academic Staff In University And Colleges And Other Measures For Maintenance Of Standards In Higher Education রেগুলেশন 2023)।

নতুন নিয়মে পিএইচডি ডিগ্রি(PHD Degree) অপশনাল যোগ্যতা হিসেবে রাখা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এই নতুন নিয়ম লাগু হচ্ছে। ২০২১ সালে ইউজিসির তরফ থেকে জানানো হয়েছিল যে, সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে পিএইচডি বাধ্যতামূলক ডিগ্রী নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular