দীর্ঘদিন ধরে পাওনা বকেয়া মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ইত্যাদির দাবিতে দুদিনের কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। এই মর্মে তারা দুদিনের জল বন্ধ কর্মসূচির ডাক দিয়েছেন।
রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ জানিয়েছে যে, আগামী ৫ এবং ৬ জুলাই সারা বাংলায় ‘জল বন্ধ’ কর্মসূচি পালন করা হবে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৫ এবং ৬ জুলাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তনের অধীনস্থ কর্মচারীরা এই আন্দোলনে অংশ নেবেন। মূলত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ এর সাথে যুক্ত কর্মচারীরা সামিল হবেন কর্মবিরতিতে।
সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যে সমস্ত অস্থায়ী কর্মীরা যুক্ত রয়েছেন, তাদের নিয়মিতকরণ, সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা(Dearness Allowance) দেওয়ার দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
যৌথ মঞ্চের নেতা জানিয়েছেন যে, এই দুদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহকারী এই সমস্ত কর্মীরা কোন কাজ করবেন না, চলবে না কোন জলের পাম্প।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গত ছয় মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাছাড়া স্বচ্ছ ভাবে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ করার জন্য তারা লড়াই করছেন। সেই সঙ্গে বর্তমানে রাজ্যে পঞ্চায়েত ভোটে(Panchayet Election 2023) প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এবং পঞ্চায়েত ভোট সম্পর্কিত হিংসা থেকে শিক্ষক ও সরকারি কর্মচারীদের সুরক্ষা নিশ্চিন্ত করার দাবিও তুলছেন তারা।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা(Central Government Employees DA) ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা পান মাত্র 6% DA(WB Government Employees DA), এই অসম বন্টনের কারণে অনেকদিন ধরেই যৌথ মঞ্চ লড়াই করছে।