HomeJob updatesমাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভাতে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভাতে Group-C পদে চাকরি, জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের একটি পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে Group-C পদের কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (Rishra Municipality Group-C Recruitment)

আবেদনকারীরা মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। নির্দিষ্ট পদের জন্য এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

পৌরসভায় Group-C তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

পদের নাম-

ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট(Clerical Assistant)
ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট / Cleaning Assistant

শূন্যপদ–

উভয় পদের ক্ষেত্রেই ৩ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন–

  • ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট:প্রতি মাসে ৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
  • ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট: প্রতিমাসে ৫০০০ টাকা করে বেতন দেওয়া হবে

আবেদনের শেষ তারিখ-

21/06/2023 তারিখ,বিকেল 5 টা।

বয়সসীমা-

নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট(Clerical Assistant):আবেদনকারীকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ থাকতে হবে।
  • ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট(Cleaning Assistant):এক্ষেত্রে আবেদনকারী কেবলমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি-

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনে আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

নিয়োগের স্থান-

পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগটি করা হবে।

আবেদন পাঠাবার ঠিকানা-

The Chairman, Rishra Municipality,49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly, 712248.

Important Link

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular