HomeDADA বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের, বেসিক পে কত টাকা হবে? কত বেতন...

DA বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের, বেসিক পে কত টাকা হবে? কত বেতন পাবেন? জানুন

দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আসতে চলেছে বড় খবর। খুব শীঘ্রই ঘোষণা হতে পারে মহার্ঘভাতা বৃদ্ধি(DA) নিয়ে। আবারো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়ানো হতে পারে।

চলতি বছরের শুরুতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল ৪%, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতেন ৩৮% হারে মহার্ঘ ভাতা। প্রতিবছর দুবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। সেই হিসেবে আগামী জুলাই মাসেই ঘোষণা হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। শোনা যাচ্ছে যে এবারেও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে।

দেশের মূল্যস্ফীতির ভিত্তিতে বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা(Dearness Allowance)। চার শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার থেকে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে বেতন যেমন বাড়বে তার পাশাপাশি বাড়বে বেসিক পে ও।

মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে বেতন কেমন বাড়বে?

একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন যদি ১৮০০০ টাকা হয়, তাহলে ৩৮ শতাংশ মহার্ঘ ভাতার হাড়ে তিনি মহার্ঘ ভাতা পাবেন ৬৮৮০ টাকা। ৪২ শতাংশ হারে তিনি মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। এক্ষেত্রে তার বেতন বাড়ছে ৭২০ টাকা। তেমনভাবে ৪৬% মহার্ঘ ভাতা হলে কর্মচারীরা আগের থেকেও বেশি বেতন পাবেন।

মুদ্রাস্ফীতি এবং ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করে মহার্ঘ ভাতা বাড়ানো হয়। বর্তমানে ৪২০০ টাক গ্রেড পে সহ একজন কেন্দ্রীয় কর্মচারী ১৫৫০০ টাকা মূল বেতন পান। 2.57% সহ ফিটমেন্ট ফ্যাক্টর পান তিনি। এভাবে তার মোট বেতন হয় ৩৯ হাজার ৮৯৫ টাকা।

ফিটমেন্ট ফ্যাক্টর এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৬ হাজার টাকা হতে পারে। যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় খুশির খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular