HomeJob updatesগরমের ছুটির পরে বন সহায়ক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে কলকাতা হাইকোর্ট।

গরমের ছুটির পরে বন সহায়ক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে কলকাতা হাইকোর্ট।

কিছুদিন আগেই শেষ হলো পশ্চিমবঙ্গের বন সহায়ক পদের আবেদন(Bana Sahayak Recruitment 2023)। রাজ্যজুড়ে লক্ষাধিক চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করেছেন বিভিন্ন জেলাতে। তবে বন সহায়ক(Bana Sahayak) পদের পুরনো জট এখনই যে কেটেছে, তা বলা যাচ্ছে না।

২০২০ সালে বন সহায়ক পদে নিয়োগ হয়েছিল। সেইবার বন সহায়ক পদে নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল, এই দাবি তোলেন 50 জন প্রার্থী। তারা দাবি করেন যে, ইচ্ছাকৃতভাবে কিছু প্রার্থীকে চাকরি পাইয়ে দেবার জন্যই এই পদটি তৈরি করা হয়েছিল। এই দাবি তুলে তারা হাইকোর্টে(Kolkata High Court) মামলা করেন। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় বন সহায়ক পদের প্রায় ২০০০ জনের পুরনো প্যানেল বাতিল করতে হবে। এর পাশাপাশি ২০০০ পদে নিয়োগের নির্দেশও দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুরনো প্যানেলে থাকা প্রার্থীরা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ চালিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

মামলাটি যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Avijit Gangopaddhay) এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখানে এই মামলাটি গ্রাহ্য হয় না। তারপর মামলাকারীরা হাইকোর্টের অন্য বেঞ্চে আবেদন করেন পুনরায়। বর্তমানে মামলাটি দেখছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছে এই মামলার দ্রুত শুনানি হবে না। গরমের ছুটির পর এই মামলাটি শুনতে পারে কলকাতা হাইকোর্ট।

গত ২৯ মে তারিখে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বন সহায়ক পদে আবেদনের। মাত্র কয়েকটি পদের জন্য আবেদন পত্র(Bana Sahayak Recruitment Application) জমা পড়েছে কয়েক হাজার। এমনকি তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে চক্ষু চড়কগাছ বন দপ্তরের কর্মীদের। কারণ বহু চাকরিপ্রার্থীরা কেউ পিএইচডি পাস কেউবা এসএসসিপাস। রাজ্যে বেকারত্বের সমস্যা কোন স্তরে পৌঁছেছে, তার জ্বলন্ত উদাহরণ বন সহায়ক পদের আবেদন পত্রগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular