HomeEducation NewsNSOU: সাইবার সুরক্ষা নিয়ে অনলাইন কোর্সের সুযোগ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। বিশদে...

NSOU: সাইবার সুরক্ষা নিয়ে অনলাইন কোর্সের সুযোগ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। বিশদে জানুন।

বর্তমান যুগ হলো ডিজিট্যাল (Digital) যুগ। ইন্টারনেট (Internet) ছাড়া আজকাল ভাবাই যায়না। সবকিছুতেই ইন্টারনেট (Internet) দরকার পরে। তবে ইন্টারনেটের ব্যবহার যেমন বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে Cyber Crime এর বাড়বাড়ন্ত। দিনদিন প্রযুক্তি (Technology) যত উন্নত হচ্ছে ঠিক ততটাই নড়বড়ে হয়ে যাচ্ছে সাইবার সুরক্ষার (Cyber Security) বিষয়টি।

মোবাইল, কম্পিউটার যত বেশি হাতের মুঠোয় চলে আসছে ততই নিজেদের তথ্য সুরক্ষিত (Data Secure) রাখাটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য এখন দরকার হলো Cyber Security সম্পর্কে ঠিকমত জ্ঞান। তাই এই বিষয়ে স্পেশাল কোর্স (Special Course) নিয়ে এলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়(NSOU)। সাইবার সুরক্ষার (Cyber Security) জন্য জ্ঞান বাড়াতে হলে এই সুযোগ হাতছাড়া করবেন না একদম। বিস্তারিত জানতে প্রতিবেদনটি (Article) পড়ুন।

কোর্সের নাম:

Fundamental of Cyber Security

বয়সসীমা:

যেকোনো বয়সের মানুষই পড়তে পারেন।

আবশ্যিক যোগ্যতা:

কোনোরকম যোগ্যতা লাগবে না।

কতদিন চলবে এই কোর্স?

  • 7 সপ্তাহের কোর্স এটি। কোর্সটির শেষে মিলবে শংসাপত্র(Certificate)।
  • কোর্সটি পড়ানো হবে অনলাইনে (Online) এবং Massive Open Online Course অর্থাৎ MOOC এর মাধ্যমে।
  • প্রফেসর অনির্বাণ ঘোষ (Professor Anirban Ghosh) হলেন কোর্সের কোর্ডিনেটর বিশ্ববিদ্যালয়ের School of Vocational Studies এর।

কোর্সটিতে ভর্তির প্রক্রিয়া শুরু কবে হবে?

কোর্সটিতে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলবে ১২ই জুলাই, ২০২৩ অবধি।

কোর্সটি শুরু কবে থেকে হবে?

কোর্সটি শুরু হবে ২২শে জুলাই ২০২৩ থেকে।

ভর্তির ফি কত?

ভর্তির ফি ৫০০/- টাকা।

আরো বিস্তারিত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে চেক করতে পারবেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular