গত মে মাস থেকে দেশের প্রায় অধিকাংশ রাজ্যের গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে। গরমকালে সাধারণত একমাস বা তার একটু বেশি সময় ধরে ছুটি থাকে। সেই হিসেবে আগামী জুন বা জুলাই মাসেই বেশিরভাগ স্কুলগুলি খুলে যাবে। পশ্চিমবঙ্গে ৫ই জুন স্কুল খোলার তারিখ ছিল। তবে অত্যধিক গরম পড়ার কারণে আরো দশ দিন বেশি ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের(West Bengal State Government) তরফ থেকে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড এই সমস্ত রাজ্যতেও জুন মাসে স্কুল খোলার চিন্তাভাবনা করেছে সেই সমস্ত রাজ্যের শিক্ষা দপ্তর।
গরমের ছুটির পাশাপাশি আরও অতিরিক্ত বেশ কয়েকটি ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় আরো বেশ কয়েকটি রাজ্যতেও একই ছুটি পেতে পারে শিক্ষার্থীরা। জুন মাসে আছে রথযাত্রা, ঈদ। সব মিলিয়ে জুন মাসে বেশ অনেকদিন ধরেই স্কুল ছুটি(Holidays) পাবে শিক্ষার্থীরা। জুন মাসের ২০ তারিখ রয়েছে রথযাত্রা, সেদিন সারা দেশ জুড়েই ছুটি থাকবে। পাশাপাশি ২৯ মে তারিখে রয়েছে ঈদ।
দেখে নিন কোন রাজ্যে কতদিন পর্যন্ত ছুটি চলছে!
পশ্চিমবঙ্গ:
পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ২৪ মে থেকে এবং স্কুল(School) খুলতে পারে আগামী ১৫ই জুন তারিখের।
মধ্যপ্রদেশ:
মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে ১ মেয় তারিখ থেকে ১৫ই জুন পর্যন্ত ৪৫ দিনের গ্রীষ্মকালীন(Summer) ছুটি ঘোষণা করা হয়েছে।
দিল্লি:
দিল্লিতে এখনও পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীরা অধীর আগ্রহে গ্রীষ্মকালীন ছুটির জন্য অপেক্ষা করে চলেছে। তবে খুব শীঘ্রই দিল্লিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হবে।।
হিমাচল প্রদেশ:
২২ শে জুন থেকে ২৯ শে জুলাই পর্যন্ত মোট ৩৮ দিন ধরে চলবে গরমের ছুটি। এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে গরমের ছুটি দেওয়া হয়নি। তবে আগামী দুই সপ্তাহ পরেই ছুটি ঘোষণা করা হবে।
ওড়িশা:
প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গত 5 মে তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে আগামী ১৮ জুন পর্যন্ত মোট ৪৩ দিন।
ঝাড়খণ্ড:
গত ২১ মে তারিখে গরমের ছুটি শুরু হয়েছে এবং ছুটি শেষ হবে আগামী 10 জুন তারিখে।