বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এবং শিক্ষকরা আপাতত 6% হারে মহার্ঘ ভাতা (DA) পেয়ে থাকেন। রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরেই। তার মধ্যেই রাজ্যের কিছু শিক্ষক ও শিক্ষা কর্মীদের ৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে ঠিক করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে মাসিক উপার্জন বাড়তে চলেছে অনেক শিক্ষক এবং শিক্ষা কর্মীদের।
খুব শীঘ্রই রাজ্যের বিশেষ কয়েকটি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা ৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খুব শীঘ্রই সেই স্কুলের গুলির তালিকা এবং ৮% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
রাজ্য সরকারের(West Bengal State Government) তরফ থেকে জানানো হয়েছে যে, সমস্ত স্কুলগুলিকে “ডিএ গেটিং” স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই সমস্ত স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীরা ৮% হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই মহার্ঘ ভাতা দেওয়া হবে শিক্ষা কর্মীদের। জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের এই তালিকায় থাকা স্কুল গুলির সংখ্যা প্রায় 40 টি। এই তালিকায় আছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, পাঠভবন, মারোয়ারী বালিকা বিদ্যালয় এবং অন্যান্য বেশ কয়েকটি স্কুল। এমনকি বর্তমানে এই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা কম বেতন পেয়ে থাকেন।
জানা গিয়েছে, ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুল গুলির শিক্ষক ও শিক্ষা কর্মীরা মহার্ঘ ভাতা পাননি। চলতি বছর বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মচারীদের যে ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছিল সেটাও পাননি DA গেটিং স্কুলের তালিকায় থাকা শিক্ষা কর্মীরা। এজন্য এবার থেকে তাদেরকে ৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে।
রাজ্য সরকারের সূত্রে জানা গিয়েছে যে ২০২৩ সালের মার্চ মাস থেকে ৮% হারে মহার্ঘ ভাতা হিসাব করে তা দেওয়া হবে DA গেটিং স্কুলের তালিকায় থাকা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের।