HomeJob updatesসরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা ESI-তে চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা ESI-তে চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন।

কর্মচারী রাজ্য বীমা নিগম (ESI), শ্রম ও রোজগার মন্ত্রক, ভারত সরকার সম্প্রতি কলকাতা বিভাগের জন্য কর্মী নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

দেশের যে কোন রাজ্যের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন।

Kolkata ESI Recruitment 2023-এ আবেদনের যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

Junior Resident

মোট শূন্যপদ-

29 টি

মাসিক বেতন-

৫৬,১০০/- টাকা

বয়সসীমা-

30 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেয়া হবে।

আবশ্যিক যোগ্যতা-

Medical Council Of India স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS পাশ এবং নূন্যতম ১ বছরের Internship এর অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউ তারিখ-

29/5/2023 এবং 30/5/2023

ইন্টারভিউ স্থান-

ESI- PGIMSR & ESIC Medical College,
Joka Diamond Harbour Road,
Kolkata- 700104

Important Links

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular