২০২২ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam) শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল ৪ই মার্চ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ১৯শে মে প্রকাশিত হয়েছে। ১৯শে মে সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং দুপুর ১২টা থেকে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট সংগ্রহ করেছিল। এবং ওই দিনেই ছাত্রছাত্রীদের হাতে মার্কসিট তুলে দেওয়া হয়েছিল।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা:
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চারিদিকে জল্পনা ছড়িয়েছিল যে ২০২৪ সালে পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না। কিন্তু সেই গুজবকে মিথ্যে প্রমাণ করে দেয় এবছর মাধ্যমিকে রেজাল্ট প্রকাশের দিন পর্ষদ। ঐদিন পর্ষদ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি:
২০২২ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের রেজাল্ট ঘোষণার সময় পর্ষদ কর্তৃক জানানো হয়েছে যে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ই ফেব্রুয়ারি (শুক্রবার) চলবে টানা ১০ দিন পরীক্ষা শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি (সোমবার)।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি:
১) ২ই ফেব্রুয়ারি (শুক্রবার):
প্রথম ভাষা (বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, শুঁড়িম্ব ভেলুগু, সাঁওতালি, মডার্ন টিবেটান, মুক্তি পাঞ্জাবি)
২) ৩ই ফেব্রুয়ারি (শনিবার):
দ্বিতীয় ভাষা (ইংরাজি, প্রথম ভাষা যদি ইংরেজি হয় তাহলে বাংলা বা নেপালি)
৩) ৫ই ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস
৪) ৬ই ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল
৫) ৮ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): গনিত
৬) ৯ই ফেব্রুয়ারি (শুক্রবার): জীবনবিজ্ঞান
৭) ১০ই ফেব্রুয়ারি (শনিবার): ভৌতবিজ্ঞান
৮) ১২ই ফেব্রুয়ারি (সোমবার): ঐচ্ছিক বিষয়