২০২২ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সব থেকে প্রথম বড় পরীক্ষা হ্লো উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) কারণ কোরোনা কালে তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল।পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ এবং চলেছিল 27 শে মার্চ পর্যন্ত । পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ যা গত বছরের তুলনায় ১ লক্ষ বেশি । পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ সংসদ করে। এ বছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয় ২৪-ই মে । ছাত্রছাত্রীরা ঐদিন দুপুর ১২:৩০ এর পর থেকে রেজাল্ট নির্দিষ্ট ওয়েবসাইট গুলো থেকে সংগ্রহ করতে পেরেছিল । ৩১ -ই মে ছাত্র-ছাত্রীদের হাতে মার্কসিট তুলে দেওয়ার কথা জানিয়েছেন সংসদ । এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ । পাশের হারে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও জেলার জয়জয়কার । পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর । ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি । এ বছর প্রথম মার্কসিটে QR code ব্যবহার করা হয়েছে । এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি । ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে ১.২৭ লক্ষ। ছেলেদের ক্ষেত্রে পাশের হার ৯১.৮৬ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে পাশের হার ৮৭.২৬ শতাংশ ।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি:
পরের বছর অর্থাৎ ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি । পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত । পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে এবং পরীক্ষা চলবে বিকেল ৩:১৫ পর্যন্ত ।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি:
১) ১৬ই ফেব্রুয়ারি [শুক্রবার] :
বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
২) ১৭ই ফেব্রুয়ারি [শনিবার]:
হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।
৩) ১৯শে ফেব্রুয়ারি [সোমবার]:
ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা),
৪ ) ২০ ফেব্রুয়ারি [মঙ্গলবার]:
অর্থনীতি।
৫) ২১ ফেব্রুয়ারি [বুধবার]:
ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
৬) ২২ ফেব্রুয়ারি [বৃহস্পতিবার]:
কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
৭) ২৩ ফেব্রুয়ারি [শুক্রবার]:
কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
৮) ২৪ ফেব্রুয়ারি [শনিবার]:
কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি ।
৯) ২৭ ফেব্রুয়ারি [মঙ্গলবার]:
ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস ।
১০) ২৮ ফেব্রুয়ারি [বুধবার]:
বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।
১১) ২৯ ফেব্রুয়ারি [বৃহস্পতিবার]:
স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষার কিছুদিন পরেই করিয়ে নেওয়া হবে।