চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় জাদুঘর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত ভারতীয় জাদুঘরের তরফে সম্প্রতি একটি নিয়োগের (Indian Museum Kolkata Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় জাদুঘরে মোটা অংকের বেতনে রয়েছে চাকরির সুযোগ।
ভারতের যেকোনো নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন।
ভারতীয় জাদুঘরে নিয়োগের যোগ্যতা ,আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আরও বিশদে জানতে পারেন সমস্ত বিষয়গুলি।
পদের নাম-
কিউরেটর
ডেপুটি কিউরেটর
হেড মডেলার
লাইব্রেরী এন্ড ইনফরমেশন অফিসার
মোট শূন্যপদ-
মোট শূন্যপদ রয়েছে ৮টি।
কিউরেটর পদে মোট চারজন এবং অন্যান্য পদগুলির প্রত্যেকটিতে একজন করে প্রার্থী নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
কিউরেটর এবং পাবলিকেশন অফিসার: এই পদগুলিতে নিযুক্ত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 67,700-2,08,700 টাকা।
ডেপুটি কিউরেটর: মাসিক বেতন হবে 56,100-1,77,500 টাকা।
হেড মডেলর এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার: এই পদগুলিতে নিযুক্ত হওয়া প্রার্থীরা মাসিক বেতন পাবেন পাবেন 35,400-1,12,400 টাকা।
আবেদন শেষ-
০৫/০৬/২০২৩
বয়সসীমা-
হেড মডেল এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩০ বছর এবং অন্যান্য পদগুলির জন্য আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪৫ বছর পর্যন্ত।
আবশ্যিক যোগ্যতা-
- প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা।
- পাবলিকেশন অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ফার্সি ,ইংরেজি ,ইতিহাস ,ফাইন আর্টস, মাস কমিউনিকেশন, আরবি এর মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তার সাথে প্রকাশনা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডেপুটি কিউরেটর পদে আবেদনের জন্য প্রার্থীর যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা কেমিস্ট্রি বা কনজারভেশন অথবা ফাইন আর্টস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- লাইব্রেরি এন্ড ইনফরমেশন অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীকে ইতিহাস বা অ্যানথ্রোপলজি বিভাগে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
- যোগ্যতা সম্পর্কে আরও বিশদ জানতে গেলে অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি দেখুন।
নিয়োগ পদ্ধতি-
অফলাইনে আবেদনের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোন কোন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে তা এখনো বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয়।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।
আবেদন পদ্ধতি-
- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বর্ণিত সমস্ত ডকুমেন্ট গুলি সংযুক্ত করে আবেদন ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
- indianmuseumkolkata2@gmail.com এই মেইল আইডিতে সমস্ত ডকুমেন্টের একটি ডিজিটাল কপি পাঠিয়ে রাখতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
- একের বেশি পদে আবেদন করতে গেলে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খামে, আলাদা আলাদা ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ডিরেক্টর ইন চার্জকে উদ্দেশ্য করে আবেদন পাঠাতে হবে।
ইন্ডিয়ান মিউজিয়াম,
27 জহরলাল নেহেরু রোড,
কলকাতা 700016
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here