স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ক্যাডার অফিসার এর জন্য নিয়োগ এর তথ্য প্রকাশ করা হয়েছে (SBI SO Recruitment)। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি অনলাইন এর মাধ্যমে হবে । এই পদে মোট শূন্য পদ রয়েছে ২১৭ টি।প্রার্থীদের আবেদন প্রক্রিয়া,বয়স সীমা,কাজের অভিজ্ঞতা, যোগ্যতা,নির্বাচনের মানদন্ড এসব দেখে নিয়োগ করা হবে।
শূন্যপদ:-
ক্যাটাগরি ভিত্তিক SBI SO খালি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২১৭ টি ।
বয়সসীমা:-
প্রতিটি পোস্ট এ আবেদন করার জন্যে ব্যাক্তির মোট বয়স সীমা হতে হবে ২৩ থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন । প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে graduate pass হতে হবে । ম্যানেজার পদের জন্য শুধুমাত্র MBA/PGDM পার্থীরাই আবেদন করতে পারবে ।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার পূর্বে প্রয়োজনীয় নথিপত্র গুলি গুছিয়ে নিতে হবে। যাতে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর কোনো সমস্যাই না পড়ে ।
- ১) আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই ফটোগ্রাফ এবং স্বাক্ষর প্রস্তুত থাকতে হবে।
- ২) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র ।
- ৩) বাসস্থান এর প্রমাণপত্র
- ৪) identity proof
- ৫) রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সঠিক ও বৈধ ইমেইল আইডি প্রদান করতে হবে।
বেতন:-
SBI SO ক্যাডার অফিসার পদের বেতন বার্ষিক ২ লক্ষ টাকার থেকে শুরু করে 45 লক্ষ টাকা পর্যন্ত ।
আবেদন প্রক্রিয়া:-
SBI SO Vacancy 2023 আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে করতে হবে । ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থেকে প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি আবেদন করতে পারেন।
আবেদন ফি:-
State Bank of India SO Recruitment 2023 আবেদনের জন্যে সাধারণ/ওবিসি/ইডব্লিউএস দের জন্য ৭৫০ টাকা লাগবে।এবং SC/PWD/ST জাতিভুক্ত প্রার্থীদের কোনো টাকা লাগবে না ।
আবেদনের শেষ তারিখ:-
SBI SO ক্যাডার অফিসার পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯/০৪/২০২৩ তারিখ । আবেদনের শেষ তারিখ হল ১৯/০৫/২০২৩ ।
পরীক্ষার সিলেবাস:-
SBI SO পরীক্ষায় বিষয় অনুযায়ী মোট প্রশ্ন পত্র ২৭০ নম্বরের। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে ।
Reasoning থেকে ৫০ নম্বর থাকবে , Quantitative Aptitude থেকে ৩৫ নম্বর থাকবে, ইংরেজি থেকে ৩৫ নম্বর থাকবে , general IT knowledge থেকে ৫০ নম্বর থাকবে এবং Role-based IT knowledge থেকে ১০০ নম্বর থাকবে ।
নির্বাচন প্রক্রিয়া:-
প্রথমে ২৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে SBI SO ক্যাডার অফিসার পদে নির্বাচন করা হবে ।
Important Link
- Official Notice: Download Now
- Official Website: Click Here