HomeJob updatesমোট শূন্যপদ 217টি! SBI-তে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে

মোট শূন্যপদ 217টি! SBI-তে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ক্যাডার অফিসার এর জন্য নিয়োগ এর তথ্য প্রকাশ করা হয়েছে (SBI SO Recruitment)। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি অনলাইন এর মাধ্যমে হবে । এই পদে মোট শূন্য পদ রয়েছে ২১৭ টি।প্রার্থীদের আবেদন প্রক্রিয়া,বয়স সীমা,কাজের অভিজ্ঞতা, যোগ্যতা,নির্বাচনের মানদন্ড এসব দেখে নিয়োগ করা হবে।

শূন্যপদ:-

ক্যাটাগরি ভিত্তিক SBI SO খালি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২১৭ টি ।

বয়সসীমা:-

প্রতিটি পোস্ট এ আবেদন করার জন্যে ব্যাক্তির মোট বয়স সীমা হতে হবে ২৩ থেকে ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন । প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে graduate pass হতে হবে । ম্যানেজার পদের জন্য শুধুমাত্র MBA/PGDM পার্থীরাই আবেদন করতে পারবে ।

প্রয়োজনীয় নথিপত্র:-

আবেদন করার পূর্বে প্রয়োজনীয় নথিপত্র গুলি গুছিয়ে নিতে হবে। যাতে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর কোনো সমস্যাই না পড়ে ।

  • ১) আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই ফটোগ্রাফ এবং স্বাক্ষর প্রস্তুত থাকতে হবে।
  • ২) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র ।
  • ৩) বাসস্থান এর প্রমাণপত্র
  • ৪) identity proof
  • ৫) রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সঠিক ও বৈধ ইমেইল আইডি প্রদান করতে হবে।

বেতন:-

SBI SO ক্যাডার অফিসার পদের বেতন বার্ষিক ২ লক্ষ টাকার থেকে শুরু করে 45 লক্ষ টাকা পর্যন্ত ।

আবেদন প্রক্রিয়া:-

SBI SO Vacancy 2023 আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে করতে হবে । ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থেকে প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি আবেদন করতে পারেন।

আবেদন ফি:-

State Bank of India SO Recruitment 2023 আবেদনের জন্যে সাধারণ/ওবিসি/ইডব্লিউএস দের জন্য ৭৫০ টাকা লাগবে।এবং SC/PWD/ST জাতিভুক্ত প্রার্থীদের কোনো টাকা লাগবে না ।

আবেদনের শেষ তারিখ:-

SBI SO ক্যাডার অফিসার পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯/০৪/২০২৩ তারিখ । আবেদনের শেষ তারিখ হল ১৯/০৫/২০২৩ ।

পরীক্ষার সিলেবাস:-

SBI SO পরীক্ষায় বিষয় অনুযায়ী মোট প্রশ্ন পত্র ২৭০ নম্বরের। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে ।
Reasoning থেকে ৫০ নম্বর থাকবে , Quantitative Aptitude থেকে ৩৫ নম্বর থাকবে, ইংরেজি থেকে ৩৫ নম্বর থাকবে , general IT knowledge থেকে ৫০ নম্বর থাকবে এবং Role-based IT knowledge থেকে ১০০ নম্বর থাকবে ।

নির্বাচন প্রক্রিয়া:-

প্রথমে ২৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে SBI SO ক্যাডার অফিসার পদে নির্বাচন করা হবে ।

Important Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular