দীর্ঘ জীবন সরকারি বা বেসরকারি চাকরি জীবনের পরে অনেকেই তাদের অবসর সময় বিভিন্নভাবে কাটাতে চান। অনেকে আবার এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন(Earning After Retirement) করার নতুন নতুন রাস্তা খুঁজে নেন, যাতে করে পরিবারের কারো প্রতি নির্ভরশীল হওয়ার প্রয়োজন না পড়ে।
আমাদের দেশে সাধারণত 60 বছর বয়সের পরই রিটায়ারমেন্ট দেওয়া হয়। এই বয়সে এসে কোন ব্যক্তির পক্ষে কঠোর কোন কাজ করা সম্ভব নয়। তবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং সময়কে কাজে লাগিয়ে বেশ মোটা টাকা ইনকাম করার সুযোগ রয়েছে প্রত্যেক মাসে। (Business Ideas for Retired Person)
শরীর যদি সুস্থ থাকে, তাহলে রিটায়ারমেন্টের পরে আপনারা করতে পারেন বেশ কয়েকটি ব্যবসা – যেগুলির মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন। হাতে টাকা এলে আপনাদের মনও ভালো থাকবে। রিটায়ারমেন্ট এর পর সাধারণত প্রত্যেকের হাতেই বেশ মোটা অংকের টাকা গচ্ছিত থাকে, সেই টাকা দিয়ে আপনারা নতুন ব্যবসা বা নতুন কোনো উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন। অবসরের পরে কি কিভাবে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন,সেই বিষয়েই আজকের এই প্রতিবেদন।
বাড়ি ভাড়া অথবা রিয়েল এস্টেট এর ব্যাবসা:
অবসর নেবার পরে হতে বেশ মোটা অংকের টাকা থাকে। সেই টাকা দিয়ে কোন বাড়ি বানিয়ে যদি ভাড়া দিতে পারেন , তাহলে প্রত্যেক মাসে বেশ মোটা অংকের টাকা আপনার পকেটে আসতে পারে। এছাড়া বড় কোনো জমি বা বাড়ি কিনা সেটা কেনাবেচার করার মাধ্যমে(Real Estate Busines) আপনারা লক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন প্রতি মাসে। এছাড়া কোন অনুষ্ঠান লজ বানিয়ে বা ভাড়া নিয়ে সেটির মাধ্যমেও উপার্জন করার রাস্তা রয়েছে।।
ফ্র্যাঞ্চাইজি:
অবসর জীবনে উপার্জন করার অন্যতম একটি উপায় হল ফ্র্যাঞ্চাইজি কিনে রাখা। অনেক ব্যক্তিই আছেন তারা জনপ্রিয় কোনো সংস্থার ফ্র্যাঞ্চাইজি কিনে ব্যবসা শুরু করেন। এছাড়া কোন বড় জনপ্রিয় কোম্পানির ফ্র্যাঞ্চাইজি (Franchise) কিনলে প্রচার বা প্রমোশনের কোন প্রয়োজন পড়বে না আলাদা করে।
কনসাল্টিং:
মানুষ বয়সে যত বড় হয়, তত তার জ্ঞানের পরিধিও বাড়তে থাকে। আপনার এই জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির কনসাল্টিং(Consulting Jobs) এর কাজ শুরু করে দিতে পারেন। আপনারা অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে এই কাজটি করতে পারবেন।
আর্থিক উপদেষ্টা:
চাকরি জীবনে যদি আর্থিক ক্ষেত্রে এমন কোন কাজ করে থাকেন, তাহলে অবসর নেবার পরেও ফিনান্সিয়াল অ্যাডভাইসার(Financial Adviser Job) হিসাবে আপনি কাজ করতে পারবেন। সাধারণত বড় বড় সংস্থাতে অভিজ্ঞ ফিন্যান্সিয়াল এডভাইসদের নিয়োগ করা হয়। সেখানে আপনার যদি পূর্বে বহু বছরের অভিজ্ঞতা থাকে তাহলে খুব সহজেই আপনারা এই কাজটি পেয়ে যাবেন।