গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) এবং মার্চ মাসের প্রথম সপ্তাতে তা শেষ হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে আগামী মে মাসের তৃতীয় সপ্তাহের মাধ্যমিকের ফলাফল (Madhyamik Exam Result 2023) প্রকাশ করা হবে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হবে, সেই নির্দিষ্ট তারিখ সম্পর্কে কিছু জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখটি জানিয়ে দেওয়া হল।
সূত্রের খবর অনুযায়ী মে মাসের ২০ তারিখ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে চলতি বছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার কাজ সম্পন্ন হয়েছে। এমনকি সমস্ত খাতা জমা পড়ে গিয়েছে এবং প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী মে মাসের ২০ তারিখ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
এবছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 6 লক্ষ 98 হাজার 928 জন। অন্যান্য বারের তুলনায় এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল বেশ কম। অবশ্য এই কারণের জন্য কোভিড পরিস্থিতিতেই দায়ী করছেন বিভিন্ন মাধ্যম। এইবছর মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে ছিলেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং ৪১ হাজার জন পরীক্ষক। মাধ্যমিকের খাতা দেখার কাজও হয়েছে খুব দ্রুত গতিতে। মধ্যশিক্ষা পর্ষদের খবর অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার ট্রেন্ড অনুযায়ী জোরকদমের কাজ চলছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করার।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলে ছাত্রছাত্রীরা অনলাইন এবং এসএমএস উভয়ের পদ্ধতির মাধ্যমেই তাদের ফলাফল দেখতে পারবেন। কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইন এর মাধ্যমে দেখতে হবে, সেই ব্যাপারে বিশদে বর্ণনা করে একটি প্রতিবেদন লেখা হয়েছে। আপনারা চাইলে সেই প্রতিবেদনটি দেখে মাধ্যমিক পরীক্ষার ফল চেক করে নিতে পারেন নির্ধারিত সময়ে।