কলকাতার এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-বি এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Asiatic Society Group-B Recruitment)
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন শুন্যপদের জন্য।
এশিয়াটিক সোসাইটিতে নিয়োগের যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ-বি মিনিস্ট্রিয়াল।
মোট শূন্যপদ-
মোট শূন্যপদ ১ টি।
মাসিক বেতন-
এ লেভেল ৬ অনুযায়ী, ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রতি মাসে।
নিয়োগ পদ্ধতি-
ডেপুটেশনের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন শেষ-
১৯/০৪/২০২৩
আবশ্যিক যোগ্যতা-
কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে যাদের সমমনের পোস্টে কাজের অভিজ্ঞতা আছে তারা আবেদনের যোগ্য।
পে লেভেল-৬ অনুযায়ী 29,200-92,300 টাকা বেতনে যাদের ছ’ বছরের কাছের অভিজ্ঞতা আছে, এবং 25,500-81,100 বেতনে ১০ বছরের কাজের অভিজ্ঞতা সহ কমার্সে ব্যাচেলর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য-
এই সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।
আবেদন পদ্ধতি-
www.asiaticsocietykolkata.org ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। সেখানে তৃতীয় পেজটি হলো আবেদন পত্র। সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট মারফত পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা-
General Secretary,
The Asiatic Society,
1 Park Street, Kolkata 700016
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here