মাধ্যমিক পাশ যোগ্যতাতে আশা কর্মী নিয়োগের(ASHA Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারাসাত সদরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের নিয়োগ করা হবে।
শুধুমাত্র মহিলারা আবেদনের যোগ্য। বিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনের যোগ্য। কোনরকম অনলাইন পরীক্ষা দেওয়ার দরকার নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে বারাসাত, হাবরা, আমডাঙ্গা, রাজারহাট ইত্যাদি জায়গায় নিয়োগ(North 24 Parganas Recruitment) করা হবে প্রার্থীদের।
আশা কর্মী নিয়োগের বয়সসীমা, আবেদন পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি বিষয় সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
আশা কর্মী
মাসিক বেতন-
মাসিক বেতন সম্পর্কে কিছু বলা নেই বিজ্ঞপ্তিতে। তবে পশ্চিমবঙ্গের আশা কর্মীরা 4500/- টাকা বেতন পান প্রতি মাসে।
আবেদন শুরু-
28/03/2023
আবেদন শেষ-
13/04/2023
বয়সসীমা-
৩০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের নিম্নসীমাতে ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা-
যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই মহিলা হতে হবে। বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা আবেদনের যোগ্য। মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া যদি অন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে,তাহলেও আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি-
অফলাইনে পাঠানো আবেদন পত্র গুলির ভিত্তিতে প্রার্থী বাছাই করে তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।
আবেদন পদ্ধতি-
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যেখানে আবেদন করতে চাইছেন সেই ঠিকানাতে আবেদন পত্র জমা করতে হবে। তার সাথে দিতে হবে সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি এবং self Attested করে দিতে হবে সমস্ত ডকুমেন্ট।
আবেদন পত্রটি আপনারা অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটি প্রিন্ট করে নিজের হাতে লিখে পূরণ করতে হবে। তারপরেই সেটি জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে।
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here