মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই কেন্দ্র সরকারের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (ISRO Recruitment 2023)। ভারতের যে কোন রাজ্যের নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO তে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।।
পদের নাম-
Technical Assistant
Technician
Draughtsman
Heavy Vehicles Driver
Light Vehicle Driver
Fireman
মোট শূন্যপদ-
Technical Assistant: ২৪ টি
Technician : ২৯ টি
Draughtsman: ১ টি
Heavy Vehicles Driver: ৫ টি
Light Vehicle Driver: ২ টি
Fireman: ১ টি
মাসিক বেতন-
- Technical Assistant: ৪৪৯০০ টাকা
- Technician : ২১৭০০ টাকা।
- Draughtsman: ২১৭০০ টাকা।
- Heavy Vehicles Driver: ১৯৯০০ টাকা।
- Light Vehicle Driver:১৯৯০০ টাকা।
- Fireman: ১৯৯০০ টাকা।
আবেদন শেষ-
২৪/০৪/২০২৩
বয়সসীমা-
২৪ এপ্রিল ২০২৩ তারিখ হিসেবে ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা ফায়ারম্যান বিভাগে আবেদন করতে পারবেন। অন্যান্য বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা-
- Technical Assistant: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
- Technician : যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে।
Draughtsman: Draughtsman (Civil) -এ ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। - Heavy Vehicles Driver: যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ MVC Driving Licence থাকতে হবে।
- Light Vehicle Driver: যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ LVC Driving Licence থাকতে হবে।
- Fireman: মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি-
অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি দেখুন।
আবেদন মূল্য-
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন মূল্য ৭০০ টাকা এবং অন্যান্য সমস্ত পদগুলির জন্য আবেদন মূল্য 500 টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। তারপরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here