প্রতিবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জনগণের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু প্রকল্প (Government Scheme) লঞ্চ করে থাকে। পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) বা স্বাস্থ্য সাথী কার্ড। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষদের চিকিৎসার খরচ বহন করে রাজ্য সরকার। চিকিৎসার খরচ বাবদ ৫ লক্ষ টাকা সরকারের থেকে পাওয়া যায়।
তবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে, বর্তমানে স্বাস্থ্য সাথী কার্ডে আপনাদের কত টাকা ব্যালেন্স (Swasthya Sathi Card Balance)। তবে চিন্তার কোন কারণ নেই। কারণ, আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করে নিতে পারবেন। তবে স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স বাড়িতে মোবাইলে চেক করার জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। কারণ, এর পুরো প্রসেসটাই অ্যাপ নির্ভর।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স (Swasthya Sathi Card Balance Check) চেক করবেন।
(How to check Swasthya Sathi Card Balance)
মোবাইলে স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন স্বাস্থ্য সাথী কার্ড এর অফিশিয়াল অ্যাপ। ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
- অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে যে পেজটি আসবে , তার কোনার দিকে স্কিপ বাটনে ক্লিক করতে হবে।
- পরের পেজে বেশ অনেকগুলো অপশন আসবে। এই অপশন গুলির মধ্যে আপনাকে URN Verification অপশনটিতে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর আরও একটি নতুন পেজ খুলবে। এই নতুন পেজে আপনার জেলার নাম এবং আপনার URN নম্বর লিখতে হবে। এই নম্বরটি আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এ পেয়ে যাবেন। স্বাস্থ্য সাথী কার্ড এর নাম্বার বসিয়ে, দুটি শূন্যস্থান পূরণ করার পর Show Data অপশনে ক্লিক করতে হবে।
- এরপর স্ক্রিনে আপনার এবং আপনার পরিবারের সবার নাম এর তালিকা আসবে, যাদের যাদের স্বাস্থ্য সাথী কার্ড এ নাম নথিভুক্ত আছে।
- এই তালিকার নিচেই আপনারা View Balance লেখা একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে তা স্ক্রিনে ফুটে উঠবে।
আপনি যদি আগে কখনো স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে সরকারি চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। যদি আপনারা এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে কোন রকম মেডিকেল সুবিধা না নিয়ে থাকেন, তাহলে আপনাদের ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা দেখাবে।