SSC নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার, ১০ মার্চ তারিখে Group-C ক্লার্ক এর ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Avijit Ganguly) । এদের প্রত্যেকের OMR শীটেই কারচুপি করা হয়েছে।
৮৪২ জন অযোগ্য ক্লার্ক (SSC Clerk) এর বরখাস্ত হবার তালিকা প্রকাশ করতেই দেখা যায় তালিকায় আছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর আত্মীয়রা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নিহার মুখার্জির মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের নামও আছে তালিকায়।
সোমবার, ১৩ই মার্চ আদালতের চাকরি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ(Division bench) এর দ্বারস্থ হয়েছে ভুয়ো এবং বরখাস্ত হওয়া প্রার্থীরা।
এছাড়া স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission West Bengal) নির্দেশ দেওয়া হয়েছিল ঘুষ দিয়ে বাড়ানো নম্বরের তালিকা প্রকাশ করার জন্য। সোমবার ১৩ই মার্চ সেই সম্পূর্ন তালিকা প্রকাশ করেছে SSC।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩,৪৭৮ জনে মধ্যে ৩১১৬ জনের নম্বরেই কারচুপি করা হয়েছে। এদের মধ্যে ৩,০৩০ জনের নম্বর বাড়ানো হয়েছে। আবার অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতে ৮৬ জনের নম্বর ইচ্ছাকৃত কমিয়ে দেওয়া হয়েছে।
তালিকা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। অনেকেই শূন্য, এক দুই পেয়েছেন। কিন্তু ফাইনাল রেজাল্টে তাদের নম্বর ৫৭,৫৮ ! নম্বর বাড়ানোই হয়েছে ৫৭ বা তার কমবেশি। এভাবে প্রচুর অযোগ্য প্রার্থীরা এতদিন চাকরি করে আসছেন। বঞ্চিত হয়েছেন কয়েক হাজার যোগ্য প্রার্থী।
প্রকাশিত তালিকায় রয়েছে গত শুক্রবার বরখাস্ত হওয়া ৮৪২ জন প্রার্থীর নামও। সেই প্রার্থীরা আদতে কত নম্বর পেয়েছেন,এবং কারচুপি করে কত নম্বর বাড়ানো হয়েছে সেটা আপনারা সার্চ করে পিডিএফ থেকেই জেনে নিতে পারবেন।