আর মাত্র কদিন পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Exam) তবে পরীক্ষা শুরুর আগেই কবে রেজাল্ট প্রকাশিত হবে সেই ব্যাপারে জানিয়ে দেওয়া হল পর্ষদের তরফ থেকে।
আগামী ১৪ ই মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতিবছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পরেই ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার পথ ঠিক হয়। এজন্য ছাত্র-ছাত্রীদের কাছে এই পরীক্ষাটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, খুব দ্রুত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা চিন্তাভাবনা করছে সরকার। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১০ ই জুনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে ১০ ই জুন কে অন্তিম তারিখ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর আগেও দেখা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার ফল প্রকাশের সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। যেভাবে সরকার দ্রুত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাইছে, সেই একই পথে হেঁটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে খুব দ্রুত।
এদিকে আগামী ১৪ ই মার্চ থেকে শুরু করে ২৭ শে মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিন সকাল ১০:০০ এর সময় পরীক্ষা শুরু হবে এবং ১:১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। তবে বেশ কিছু পরীক্ষা দু’ঘণ্টা সময়ের হবে। পরীক্ষা শেষ হবার ৪৫ দিনের মধ্যে রেজাল্ট (WB HS Result 2023) প্রকাশ করার লক্ষ্য নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন:
(HS Exam Routine 2023)
- ১৪ই মার্চ- বাংলা, ইংরেজি, নেপালি, তেলেগু, উড়িয়া, পাঞ্জাবি, উর্দু , হিন্দি। (প্রথম ভাষা)
- ১৫ই মার্চ- ইংরেজি, বাংলা, নেপালি, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ। (দ্বিতীয় ভাষা)
- ১৭ ই মার্চ: অটোমোবাইল, ট্যুরিজম অ্যান্ড হসপিটাকোটি,হেলথ কেয়ার, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস,কনস্ট্রাকশন, ইলেক্ট্রনিক্স, প্লাম্বিং, এগ্রিকালচার, বিউটি এন্ড ওয়েলনেস,।
- ১৮ই মার্চ- Biological Science, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স।
- ২০ মার্চ- ম্যাথমেটিক্স, অ্যানথ্রোলজি, সাইকোলজি,ইতিহাস।
- ২১ মার্চ- মিউজিক, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ।
- ২২ মার্চ- কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি।
- ২৩ মার্চ- নিউট্রিশন, ফিজিক্স, অ্যাকাউন্ট্যান্সি,এডুকেশন।
- ২৪ মার্চ- অর্থনীতি।
- ২৫ মার্চ- Journalism and Mass Communication, পার্সি, কেমিস্ট্রি,আরবি, ফরাসি, সংস্কৃত।
- ২৭ মার্চ- ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন,Home Management and Family Resource Management।