HomeEducation Newsকলকাতা পুলিশের SI ও সার্জেন্ট পদের PMT ও PET অ্যাডমিট প্রকাশিত হলো,...

কলকাতা পুলিশের SI ও সার্জেন্ট পদের PMT ও PET অ্যাডমিট প্রকাশিত হলো, কিভাবে ডাউনলোড করবেন? জানুন

কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর (Sub-inspector) এবং সার্জেন্ট (Sergeant) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। এবার উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test, PET) এবং ফিজিকাল মেজারমেন্ট টেস্টের (Physical Measurement Test,PMT) এডমিট কার্ড ও প্রকাশ করা হলো।

আপনারা অনলাইনের মাধ্যমে এই এডমিট কার্ড গুলি ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ডাউনলোড করবেন এডমিট কার্ড?

  • প্রথমে আপনাদের এই লিংকে যেতে হবে।
  • লিংক: Click Here
  • এরপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
  • সাবমিট করার পর স্ক্রিনে আপনাদের এডমিট কার্ড দেখতে পারবেন।
  • এরপর পিডিএফ আকারে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট করতে হবে।

PET, PMT কবে থেকে শুরু হবে?

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিকাল মেজারমেন্ট টেস্ট শুরু হবে আগামী 15 মার্চ থেকে। এডমিট কার্ডে প্রার্থীদেরকে যেমন নির্দেশ দেওয়া আছে , প্রত্যেক প্রার্থীদের সেই নির্দেশ মেনে চলতে হবে।

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা হয়। প্রার্থীদেরকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর তাদের ফিজিক্যাল দক্ষতার টেস্ট নেওয়া হয় এবং ফিজিকাল মেজারমেন্ট টেস্ট করা হয়। এভাবে প্রার্থী বাছাই করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এবং তারপরে নিয়োগ করা হয় পদগুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular