HomeEducation Newsশুরু হয়ে গেছে WBCS Exam 2023-এর আবেদন, কিভাবে ফর্ম ফিলাপ করবেন? জানুন

শুরু হয়ে গেছে WBCS Exam 2023-এর আবেদন, কিভাবে ফর্ম ফিলাপ করবেন? জানুন

শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (West Bengal Civil Service) ২০২৩-এর ফর্ম ফিলাপ (WBCS 2023 Form Fill Up)। যেকোনো ভারতীয় নাগরিকেরা পরীক্ষায় বসতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়ে উভয়ই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

WBCS 2023 পরীক্ষাতে বসার যোগ্যতা, বয়স, স্যালারি, ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো নিচে।

WBCS পরীক্ষাতে বসার যোগ্যতা:
(WBCS Exam 2023 Qualification)

যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক হলেই এই পরীক্ষাতে আবেদন করা যাবে।

বয়সসীমা:

২১ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।

WBCS এর বেতন:
(WBCS salary Scale)

Group A: ৫৬১০০ – ১৪৪৩০০ টাকা
Group B: ৫৬১০০ – ১৪৪৩০০ টাকা
Group C: ৪২৬০০ – ১০৯৮০০ টাকা
Group D: ৩২১০০ – ৯২৯০০ টাকা

আবেদন মূল্য:

জেনারেল এবং OBC প্রার্থীদের আবেদন করতে ২১০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য জাতি ও উপজাতির প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।

কিভাবে WBCS ফর্ম ফিলাপ করবেন?

(WBCS Form Fill Up 2023)

  • প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in
  • এরপর “ONE TIME REGISTRATION” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইমেইল আইডি, নাম, জন্ম তারিখ,বাবার নাম, মায়ের নাম বসিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এবার আপনাকে আপনার ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের নম্বর, কবে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেগুলি বসিয়ে সাবমিট করতে হবে।
  • যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগইন করতে পারেন।
  • “LOGIN IF ALREADY REGISTRED” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular