HomeEducation NewsCTET Result 2023: প্রকাশিত হলো CTET পরীক্ষার ফলাফল, কীভাবে চেক করবেন রেজাল্ট?...

CTET Result 2023: প্রকাশিত হলো CTET পরীক্ষার ফলাফল, কীভাবে চেক করবেন রেজাল্ট? জানুন

৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত হল CTET পরীক্ষার রেজাল্ট (CTET Result 2023)। এই পরীক্ষাটি হয় CBSE বোর্ডের আন্ডারে এবং পরীক্ষাটির সম্পূর্ণ নাম Central Teacher Eligibility Test. শুক্রবার পরীক্ষার ফলাফল প্রকাশ করল Central Board Of Secondary Education.

CTET এর ডিসেম্বর মাসের রেজাল্ট প্রকাশ করা হলো সম্প্রতি। আগে জানানো হয়েছিল যে, গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে সেই সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এবং মার্চ মাসের শুরুতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে।

কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে?
(CTET Result 2023 Checking Websites)

যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা দুটি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

  • 1) ctet.nic.in
  • 2) cbse.nic.in

রেজাল্ট প্রকাশ করার পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং উত্তীর্ণ হয়েছেন তারা আবেদনপত্র দেওয়া তাদের মোবাইল নাম্বার ব্যবহার করে মার্কশিট (CTET Marksheet 2023) এবং সার্টিফিকেট (CTET Certificate 2023) ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনেই।

গত 28 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের 74 টি শহরের 243 টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি পরীক্ষার আনসার কি প্রকাশ করা হয়। এবং তারপর 17 ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়।

CTET পরীক্ষার পেপার 1 এর রেজিস্টার্ড পরীক্ষার্থী সংখ্যা ছিল 17,04,282 জন।
পরীক্ষা দিয়েছিলেন 14,22,959 জন। পরীক্ষায় পাস করেছিলেন 5,79,844 জন।

পেপার ২ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল 15,39,464 জন। পরীক্ষা দিয়েছিলেন 12,76,071 জন এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা 3,76,025 জন।

কীভাবে CTET পরীক্ষার ফল দেখবেন?
(How To Check CTET Exam Result?)

1. প্রথমে ctet.nic.in বা cbse.nic.in-ওয়েবসাইটে যেতে হবে।
2. Homepage এ গিয়ে CTET Result লিঙ্কে ক্লিক করুন।
3. লগইন করার ডাটা পরপর বসিয়ে লগইন করতে হবে।
4. এবার স্ক্রিনে রেজাল্টের ডকুমেন্ট আসবে।
5. এবার রেজাল্টের পেজটি ডাউনলোড করে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular