HomeJob updatesইন্ডিয়ান অয়েলের হলদিয়া দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

ইন্ডিয়ান অয়েলের হলদিয়া দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে পশ্চিমবঙ্গের হলদিয়া দপ্তরে নিয়োগের একটি বিজ্ঞপ্তি (Indian Oil Job 2023) প্রকাশিত হয়েছে। ভারতের যে কোন নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন।

বার্ষিক ১২ লক্ষ টাকা এবং ১৬ লক্ষ টাকা বেতনে ১০০ টিরও বেশি শূন্যপদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা শূন্যপদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট ডকুমেন্ট সহযোগে নির্দিষ্ট তারিখের আগে আবেদন করে ফেলুন অনলাইনের মাধ্যমে। (IOCL Recruitment 2023)

ইন্ডিয়ান অয়েলের কর্মী নিয়োগের ( IOCL Executive Level Recruitment) এই বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া আবেদন মূল্য যোগ্যতা বয়সসীমা ইত্যাদি ব্যাপারে বিস্তারিত দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এই বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো।

পদের নাম-

  • Executive Level L1
  • Executive Level L2

মোট শূন্যপদ-

  • মোট ১০৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
  • Executive Level L1-96 টি।
  • Executive Level L2-10 টি ।

মাসিক বেতন-

  • Executive Level L1: এই পদে কর্মরত কর্মীরা বছরে ১২ লক্ষ টাকা বেতন পাবেন।
  • Executive Level L2: এই পদে কর্মরত কর্মীরা বছরে 16 লক্ষ টাকা বেতন পাবেন।

আবেদন শুরু- ২৮.০২.২০২৩ 

আবেদন শেষ- ২২.০৩.২০২৩

বয়সসীমা-

  • Executive Level L1: সর্বোচ্চ 35 বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
  • Executive Level L2: সর্বোচ্চ 45 বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
  • তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • দেশের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering বা Civil Engineering বা Electric Engineering বিষয়ে B.E/ B Tech করা থাকতে হবে।
  • এছাড়াও সংশ্লিষ্ট পদগুলিতে আগে কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তারা আবেদন করতে পারবেন।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

আবেদনের পর ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে,সেখানে নিয়োগের বিভাগে গিয়ে আবেদন ফর্মে আপনার নাম ,শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, আগের অভিজ্ঞতার প্রমাণ পত্র ইত্যাদি ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে।

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular