রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দিরে অল্প খরচে বিভিন্ন রকম কোর্স করার সুযোগ দেওয়া হচ্ছে বেকার যুবক-যুবতীদের l মূলত এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন মোবাইল ফোন ইত্যাদি মেরামতি, রক্ষণাবেক্ষণ এবং মেন্টেনেন্স ইত্যাদি শেখানো হবে। এছাড়া দুই চাকা এবং তিন চাকার গাড়ির মেকানিক, টেকনিশিয়ান ইত্যাদি বিষয়ক কোর্স করানো হবে। যে কোন জেলার প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবং কোর্সগুলি করা থাকলে আপনাকে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না, বরঞ্চ আপনি সাবলম্বী হওয়ার জন্য এই কোর্সগুলো থেকে আয়ত্ত করা জ্ঞান কাজে লাগাতে পারবেন। (Belur Math Ramakrishna Mission Admission)
কি কি কোর্স করানো হবে?
মূলত তিনটি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে।
১. প্রথম কোর্স: এয়ারকন্ডিশনার,রেফ্রিজারেটর,ওয়াশিং মেশিন মেরামতি ও রক্ষণাবেক্ষণ।
২. দ্বিতীয় কোর্স: মোবাইল রিপেয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স।
৩. তৃতীয় কোর্স: টু অ্যান্ড থ্রি হুইলার (মেকানিক-টেকনিশিয়ান)।
যে সমস্ত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের প্রশিক্ষণ দেবার সময়, প্রথম কোর্সের জন্য National Skill Development Corporation থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
এছাড়া যেসব প্রার্থীরা দ্বিতীয় এবং তৃতীয় কোর্সটি করবেন, তাদেরকে West Bengal State Council Of Technical And Vocational Education And Skill Development থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
সপ্তাহে কত দিন ক্লাস হবে?
প্রত্যেক সপ্তাহে তিন দিন ক্লাস হবে।
ক্লাসের সময় কখন?
প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ পর্যন্ত ক্লাস নেওয়া হবে।
কোর্সেগুলির শিক্ষাগত যোগ্যতা কি?
প্রত্যেকটি কোর্স করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
কোর্সগুলির মেয়াদ কতদিন?
প্রথম কোর্স টি করানো হবে চার মাস ধরে এবং পরের দুটি কোর্স করানো হবে ছয় মাস ধরে।
কোর্সগুলি করতে কত টাকা খরচ হবে?
প্রথম কোর্সটির জন্য খরচ করতে হবে ৫০০০ টাকা এবং পরের দুটি কোর্সের জন্য খরচ ৪ হাজার ৫০০ টাকা।
ভর্তির আবেদন পত্র পাবেন রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের জনশিক্ষা মন্দির অফিসে। যে সমস্ত প্রার্থীরা আগে আসবেন তাদেরকে আগে ভর্তি নেওয়া হবে।
ভর্তির জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে?
দু কপি রঙিন ছবি, আধার কার্ডের জেরক্স, এডমিট কার্ড, মার্কশিটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং প্রত্যেকটি ডকুমেন্টের একটি অরিজিনাল কপি সাথে রাখতে হবে।
কোর্সগুলিতে ভর্তির শেষ তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।তাই অতিসত্বর ভর্তি হয়ে যান, কারণ সিট সংখ্যা সীমিত থাকলে পরে যারা যাবেন তারা সুযোগ পাবেন না।