পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে WBCS 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে।
WB Civil Service Exam 2023 -এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। 28/02/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
West Bengal Civil Service Exam 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, বয়সসীমা, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি ও গ্রুপ-ডি
গ্রুপ -এ তে আছেঃ
- ১) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ
- ২) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস
- ৩) ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস
- ৪) ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস
- ৫) ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
- ৬) ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস
গ্রুপ-বি তে আছেঃ
- ১) ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস
গ্রুপ-সি তে আছেঃ
- ১) সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম
- ২) জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার
- ৩) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
- ৪) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
- ৫) ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
- ৬) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
- ৭) জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন, কনজিউমার অ্যাফেয়ার্স দফতর
- ৮) অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার
- ৯) চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
গ্রুপ-ডি তে আছেঃ
- ১) ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি
- ২) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
- ৩) রিহ্যাবিলিটেশন অফিসার
মাসিক বেতন (Approx)-
- গ্রুপ-এঃ 65,015/- টাকা
- গ্রুপ-বিঃ 65,015/- টাকা
- গ্রুপ-সিঃ 49,490/- টাকা
- গ্রুপ-ডিঃ 37,415/- টাকা
আবেদন শুরু- 28/02/2023
আবেদন শেষ- 21/03/2023
বয়সসীমা-
এই পদে আবেদনের জন্য 21 বছর থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর আবেদনকারীদের জন্য বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
স্নাতক পাশ সমস্ত ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় বসতে পারবে। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
নিয়োগ পদ্ধতি-
প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
এই পদে আবেদনের জন্য ২১০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তফশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমবার আবেদন করলে রেজিস্ট্রেশন করতে হবে এবং আগে আবেদন করে থাকলে লগইন করতে হবে।
- প্রথমে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
- এরপর ডকুমেন্টস আপলোড করুন এবং আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করুন।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21/03/2023
পরীক্ষার সিলেবাসঃ
প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে –
ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস, ভারতের ভূগোলের, পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, জেনারেল মেন্টাল এবিলিটি। এর প্রত্যেকটিতে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বর থাকবে।
মেনইস পরীক্ষায় ছ’টি পেপার থাকবে।
প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র কোড –
কলকাতা (১১), বারুইপুর (১২), ডায়মন্ড হারবার (১৩), ব্যারাকপুর (১৪), বারাসাত (১৫), হাওড়া (১৬), চুঁচুড়া (১৭), বর্ধমান (১৮), দুর্গাপুর (১৯), মেদিনীপুর (২০), তমলুক (২১), বাঁকুড়া (২২), পুরুলিয়া (২৩), ঝাড়গ্রাম (২৪), সিউড়ি (২৫), কৃষ্ণনগর (২৬), বহরমপুর (২৭), মালদহ (২৮), বেলুড় ঘাট (২৯), রায়গঞ্জ (৩০), জলপাইগুড়ি (৩১), আলিপুরদুয়ার (৩২), কোচবিহার (৩৩), শিলিগুড়ি (৩৪), কালিম্পং (৩৫) এবং দার্জিলিং (৩৬)৷
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here