HomeJob updatesWBCS Exam: প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

WBCS Exam: প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি (WBCS Recruitment Notification Published)। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বয়সসীমা কত, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়গুলো সংক্ষেপে জেনে নিন।

পরীক্ষার নাম:

WBCS (West Bengal Civil Service Examination)

বয়সসীমা:

২১ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্রুপ B এর ক্ষেত্রে ২০ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে (Apply WBCS Exam Online)। যারা প্রথমবার আবেদন করছেন, তাদেরকে Registration করতে হবে।যারা আগেও আবেদন করেছেন, তারা এনরোলমেন্ট নম্বর দিয়ে লগইন করতে পারবেন।

WBCS Recruitment Notification Published

পরীক্ষা পদ্ধতি:

তিনটি ধাপে হবে পরীক্ষা। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ।

  • প্রিলিমিনারি: মোট ২০০ টি MCQ থাকবে। প্রতিটিতে থাকবে ১ নম্বর এবং নেগেটিভ মার্ক। মোট সময়  ২ ঘন্টা ৩০ মিনিট।
  • মেইনস: এখানে মোট ৬টি পেপার থাকবে। প্রতিটি পেপারের জন্য সময় ৩ ঘন্টা।
  • সবশেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট (WBCS Personality Test) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ

আবেদন শুরু: ২৮.২.২০২৩

আবেদন শেষ: ২১.৩.২০২৩

এডিট উইন্ডো খোলার তারিখ: ৩১.৩.২০২৩

আবেদন মূল্য জমা দেবার শেষ তারিখ: ২২.৩.২০২৩

এছাড়া অন্যান্য বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in

অফিসিয়াল নোটিফিকেশন: Downoad Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular