আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। ছাত্রছাত্রীদের প্রস্তুতি একদম শেষপ্রান্তে। পরীক্ষা চলবে পরের মাস অর্থাৎ মার্চ পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার ফলাফল প্রকাশ এর সময় সম্পর্কে জানিয়ে দিলেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। (Madhyamik Result 2023 Update)
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ৬৯৮৬২৮ জন। গতবার এই সংখ্যাটা ছিল ১০৯৮৭৭৫ জন। পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। শুধুমাত্র রেজিস্টার্ড পরীক্ষার্থীদের মধ্যেই ২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে না এবার। এর কারণ হিসেবে করোনা পরিস্থিতিকেই দায়ী করা হচ্ছে। এছাড়া বয়স সংক্রান্ত নির্দেশিকার কারণেও এমনটা হতে পারে বলে অনেকে মনে করছেন।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করতে চাই যে,আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশে একটাই কথা, এটি জীবনের প্রথম বড় পরীক্ষা ঠিকই, কিন্তু একমাত্র বড় পরীক্ষা নয়। আরও পরীক্ষা দেওয়ার রয়েছে।”
মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, সেই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান যে, ২০২৩ সালের আগামী মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023)প্রকাশ করবে পর্ষদ ৷
এই ঘোষণার ফলে এক প্রকার পরীক্ষার আগেই ফলাফল এর সময় সম্পর্কে জেনে গেলেন মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা।