HomeEducation NewsTET Interview Questions: প্রাইমারি টেট ইন্টারভিউয়ে কোন কোন প্রশ্ন ধরতে পারে? জেনে...

TET Interview Questions: প্রাইমারি টেট ইন্টারভিউয়ে কোন কোন প্রশ্ন ধরতে পারে? জেনে নিন বিস্তারিত

বর্তমানে চলছে প্রাথমিক টেটের ইন্টারভিউ (Primary TET Interview 2023)। জেলা অনুযায়ী প্রার্থীদের কে ডাকা হচ্ছে ইন্টারভিউ দেবার জন্য। ভবিষ্যতে আরো প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। বর্তমানে যাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতে যাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হবে তাদের জন্য আজকের এই প্রতিবেদন। বর্তমানে যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন, যারা ২০২২ এর টেট পরীক্ষাতে (TET Exam 2022) উত্তীর্ণ হয়েছেন এবং যারা ভবিষ্যতে প্রাইমারি টেট এর ইন্টারভিউ এর ডাক পাবেন, তাদের কথা ভেবেও এই প্রতিবেদনটি লেখা হচ্ছে।

এখানে আমরা প্রাইমারি টেটের বিগত দিনের প্রার্থীদের দেওয়া ইন্টারভিউ এর অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রয়োজনীয় কিছু প্রশ্ন (TET Interview Questions) সম্পর্কে জানাবো।এরকম ধরনের প্রশ্ন বর্তমানে প্রাইমারি টেটের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে। প্রার্থীদের সকলেরই উচিত আগে থেকেই এই প্রশ্নগুলো জেনে রাখা।

ইন্টারভিউ দিতে যাবার আগে আপনার জেলা, স্নাতক স্তরের সাবজেক্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) সম্পর্কে জ্ঞান থাকা দরকার। শিশু মনস্তত্ত্ব, পেডাগোজি এবং ভারতের বিভিন্ন জায়গার শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও জ্ঞান জ্ঞান থাকা আবশ্যিক।

  • আপনার জেলার কজন বিখ্যাত সাহিত্যিক বা বিশেষ ব্যক্তির নাম কি?
  • কেনো আপনি শিক্ষকতা পেশায় আসতে চান?
  • আপনার জেলার কিছু দর্শনীয় জায়গার নাম কি?
  • যে পদের জন্য আপনাকে নিয়োগ করা হবে আপনি সত্যিই কি তার উপযুক্ত?
  • আপনার জেলা থেকে কেউ বঙ্গবিভুষণ বা কোনো পুরস্কার পেয়েছেন কিনা? পেলে কোন বিভাগে পেয়েছেন?
  • আপনার জেলা কোন দিক থেকে বাকি জেলাগুলো থেকে এগিয়ে আছে?
  • আমরা কেনো আপনাকেই নির্বাচন করবো?
  • ব্রেইল কি?
  • ব্রেইল কে আবিষ্কার করেন?
  • অন্যদের সামনে নিজেকে আপনি কতটা নিপুণভাবে তুলে ধরতে পারেন?
  • অন্য প্রার্থীদের তুলনায় আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা ভালো ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন?
  • শিশু এবং শিক্ষক সম্পর্কে কিছু বিখ্যাত উক্তি, সেগুলো কার উক্তি?
  • অন্য প্রার্থীদের তুলনায় আপনি নিজেকে কতটা দক্ষ মনে করেন?
  • আপনার মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে?
  • National Education Policy কবে শুরু করা হয়েছে?
  • একজন ছাত্র স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে, তখন আপনি কি করবেন?
  • আপনি যে একজন ভালো প্রার্থী, তার প্রমাণ কি?

যে সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এবং আগামী দিনে যারা ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই প্রশ্নগুলি সম্পর্কে নিজেরা প্রস্তুতি নিয়ে নেবেন,যাতে করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনারা মাথা ঠান্ডা করে উত্তর দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular