HomeE365WBCS History Optional Preparation কিভাবে নেবেন? শুনুন সফল WBCS প্রার্থীর থেকে

WBCS History Optional Preparation কিভাবে নেবেন? শুনুন সফল WBCS প্রার্থীর থেকে

সদ্য প্রকাশিত হয়েছে WBCS 2020 Group-A & রেজাল্ট সেখানে অনেক প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

WBCS পরীক্ষা হয়ে থাকে তিনটি ধাপে। প্রিলি, মেইন এবং ইন্টারভিউ। গ্রুপ-এ এবং বি তে সকলকে WBCS Mains-এ অপশনাল হিসাবে নিতে হয় একটি বিষয়।

একটু খেয়াল করলে দেখা যাবে ইতিহাস অপশনাল নিতে অনেকেই ভয় পেয়ে থাকেন। কারন হলো অনেকে মনে করেন ইতিহাসে প্রচুর লিখতে হয়, ইতিহাসে ভালো নম্বর তোলা যায়না। এরকম নানারকম ভ্রান্ত ধারনা থাকে।

তবে এটাও সত্যি ইতিহাস নিয়েও অনেক চাকরি প্রার্থীরা সফল হয়ে থাকেন। সেরকম একজন তথাগত সরকার যিনি ২০২০ রেজাল্টে WBCS Group-A সার্ভিসে 30th Rank করেছেন।

আমরা অর্থাৎ Exam365 Bengali সফল প্রার্থী তথাগথ সরকারের কাছে ইতিহাস অপশনাল সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলাম। সেগুলির উত্তর উনি খুব সুন্দর করে জানান।

বই কি কি পড়েছিলেন ইতিহাস অপশনালের জন্য?
উত্তরে তিনি জানান,

১. ভারতের ইতিহাস ১,২ (জীবন মুখোপাধ্যায়)
২. ভারত ইতিহাস পরিক্রমা – দুটি খন্ড ( প্রভাতাংশু মাইতি )
৩. History optional Paper 1, 2 (oriental book Company)
৪. Modern World History ( Norman Lowe)
৫. World History ( Krishna Reddy)

এবং কিছু অনলাইন সাইট ও চ্যানেল তিনি ফলো করতেন।

বিস্তারিত ইন্টারভিউ দেখুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular