HomeNews7th Pay Commission DA Hike: DA মিলবে ২০%, সাথে মিলবে জমে থাকা...

7th Pay Commission DA Hike: DA মিলবে ২০%, সাথে মিলবে জমে থাকা বকেয়া মহার্ঘভাতাও, ঘোষণা সরকারের

খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, এবং মিলবে বকেয়া মহার্ঘভাতাও।

খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। লোকসভা নির্বাচনের আগেই বিজেপি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটি। বিজেপি সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে কানাঘুষা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এইজন্য বিজেপি বিরোধী শিবিরগুলি ও পিছিয়ে থাকতে চাইছে না। তাই একটি রাজ্য সরকার নতুন কিছু পদক্ষেপ নিতে চলেছে, যার জন্য সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর।

গত সোমবার তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA বৃদ্ধির অনুমোদন করেছে। ২.৭৩% হারে মহার্ঘভাতা বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে। সবমিলিয়ে সরকারি কর্মচারীরা এবার থেকে পাবেন ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা।

এর আগে তেলেঙ্গানা সরকারি কর্মচারীরা ১৭.২৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতো। সরকারি নতুন সিদ্ধান্তে প্রায় চার লক্ষ ৪০ হাজার সরকারি কর্মচারী এবং দুই লক্ষ 88 হাজার পেনশন ভোগী উপকৃত হবেন। এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ২০২১ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হবে।

২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে যদি এই মহার্ঘ ভাতা হিসাব করা হয় তবে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের জন্য অনেক টাকা বকেয়া থাকবে। জমে থাকা বকেয়া ৮টি কিস্তির মাধ্যমে কর্মীদের একাউন্টে জমা দেবে সরকার।

এই প্রক্রিয়াটি চলতি মাসের ২৭ শে জানুয়ারি থেকে শুরু করা হবে এবং অনলাইন আবেদনগুলি ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।।

গত বছর দূর্গা পূজার সময় কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। শীঘ্রই হয়তো এই মহার্ঘভাতা বেড়ে ৪২ শতাংশ হতে পারে।

মহার্ঘ ভাতা নির্ণয় করা হয় কনজিউমার প্রাইস ইনডেক্সের উপরে। শ্রম মন্ত্রক এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভারতের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ১৩১.২ ছিল, অক্টোবরে তা হয়েছে ১৩২.৫। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ৪ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

RELATED ARTICLES

Most Popular