HomeGovt Schemeলক্ষ্মীর ভান্ডার প্রকল্প-(Application Form) WB Lakshmir Bhandar Scheme 2023

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-(Application Form) WB Lakshmir Bhandar Scheme 2023

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?

বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্ত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প (WB Lakshmir Bhandar Scheme) 2023 চালু হয়েছে।

দুয়ারে সরকার প্রকল্প-র মাধ্যমে আবেদন করতে হবে।

প্রকল্পের নাম

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

কারা পাবে

গৃহস্থ মহিলা

মাসিক টাকা

৫০০১০০০ হাজার

বছরে টাকা

১২ হাজার 

রাজ্য

পশ্চিমবঙ্গ

আবেদন শুরু

১ই নভেম্বর ২০২২

আবেদন শেষ

শে নভেম্বর  ২০২২

টাকা ঢোকা শুরু হবে

পরবর্তী মাসে। 

আবেদন মাধ্যম

“ দুয়ারে সরকার” কাম্প

এই প্রকল্পের জন্য যোগ্যতাঃ

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • একজন গৃহস্থ মহিলা হতে হবে।
  • ২৫-৬০ বছর বয়স মহিলা।

কত টাকা করে দেওয়া হবে?

এই স্কিম/প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন। তফসিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে ।

এই প্রকল্পের টাকা কারা কারা পাবেন?

এই প্রকল্পের টাকা সমস্ত গৃহস্থ মহিলারা পাবেন। প্রতিমাসে এই টাকা দেওয়া হবে।

 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে থেকে শুরু হবে?

পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প ও লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হবে ২০২২ সালের ১লা নভেম্বর থেকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যাবতীয় কাজ শুরু হবে এবং চলবে ৩oশে নভেম্বর ২০২২ পর্যন্ত।

Lakshmir Bhandar Scheme উদ্দেশ্যে কি?

এই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি কি নথি লাগবে ?

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স
  • আধার কার্ডের জেরক্স
  • SC/ST/ সার্টিফিকেট জেরক্স (If Any)
  • ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স
  • লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য এই ডকুমেন্টসগুলি লাগবে। প্রতিটি কাগজে নিজের সই অবশ্যয় করে দিতে হবে।

 

কারা এই প্রকল্পের টাকা পাবে না?

  • যারা ইনকাম ট্যাক্স জমা করে। অর্থাৎ যাদের অর্থিক অবস্থা ভালো।
  • স্বাস্থ্য সাথীর কার্ড নেই।
  • ২ হেক্টরের বেশি জমি আছে তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।
  • সরকারি অবসরপ্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবেন না।
  • কোনোরকম ভাতা পেলে আবেদন করা যাবেনা।

কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে?

১ জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্য বাজেট ২০২১-এ এই প্রকল্পের কথা ঘোষনা করা হয়েছে।এই প্রকল্পের কাজ ২০২২ সালের আবার এবছরের তৃতীয় বারের জন্য শুরু হচ্ছে ৫ই মে থেকে এবং চলবে ৫ই জুন পর্যন্ত। প্রতিটা এলাকায় দূয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন হবে।

সকলের টাকা ব্যাঙ্কে আসা শুরু হবে আবেদন করার পরের মাস থেকেই। যদি আবেদন ফর্ম ঠিক ঠাক থাকে।

এই প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হবে?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনোরকম লিস্ট/ নামের তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এই প্রকল্পের টাকা সকলেই পেয়ে থাকে।

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবেদন করা সকল মহিলারাই এই প্রকল্পের টাকা পাবেন। সুতরাং পরবর্তীতে টাকা পাওয়ার জন্য কোনোরকম তালিকা প্রকাশিত হবেনা। মাসের নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কে টাকা চলে আসবে।

 

Lakshmir Bhandar প্রকল্পে আবেদন পদ্ধতি?

যোগ্য মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন “দুয়ারে সরকার” ক্যাম্পের মাধ্যমে। নিজের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে আবেদন ফর্ম, নথি জমা করতে হবে। প্রসঙ্গত সাধারণত বছরে ২ বার রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে থাকে।

কেও প্রকল্পের নামে টাকা( ঘুষ) চায়লে তাকে এক টাকাও দেবেন না। কারন এটি সরকারি প্রকল্প। এখানে বিনামুল্যে পরিষেবা নিতে পারবেন। দুর্নীতি থেকে নিজেকে মুক্ত এবং সমাজকে মুক্ত করুন। দরকার হলে প্রসাশনকে জানান।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম (Form) pdf

নীচে দেওয়া হলো। এটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দিয়ে ফরম ফিলাপ করুন। তারপর নিজের এলাকায় কবে,কোথায়,কিভাবে আবেদন ফর্ম জমা করতে হবে জেনে জমা দিন। তবে এখন আর অনলাইনের ফর্ম জমা নেওয়া হচ্ছে না। দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করুন।

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সকলকে ‘দুয়ারে সরকার কেন্দ্রে’ দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। বিনামূল্যে ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্মে থাকবে সকলের জন্য ইউনিক নম্বর।ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফর্ম জমা নেওয়া হবেনা।

Application Form PDF:

Download Now

Official Website:

Click Here

Official Full Notification:

Download NOW

আবেদনের পরে মোবাইলে ম্যাসেজ আসবে?

হ্যাঁ, দুয়ারে সরকার কাম্পে আবেদনের পরে কয়েকদিনের মধ্যে আপনার দেওয়া মোবাইলে ম্যাসেজ আসবে। আপনার জমা দেওয়া আবেদন এপ্লিকেশন ফর্ম সথিকভাবে জমা দেওয়া হয়েছে সেটির মাধ্যমে জানা যাবে।

প্রসঙ্গত, আপনার জমা দেওয়া ফর্মের জন্য একটি Application ID দেওয়া হবে। যেটি আপনি চায়লে লিখে রাখতে পারেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের পরে আপনারা নিজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প status চেক অনলাইনে করতে পারবেন। নীচে ধাপে ধাপে পদ্ধতি বলা হল-

  • প্রথমে অফিসিয়াল socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপর হোমপেজে আপনার রেজিস্টার মোবাইল নং লিখুন।
  • এরপর সেই নম্বরে একটি OTP পাঠানো হবে।সেই OTP লিখুন।
  • এরপর আবেদনকারীর প্রোফাইল খুলবে।
  • আবেদনকারীর প্রোফাইলের “Lakshmir Bhandar” সেকশনে ক্লিক করুন।
  • এরপর আপনার মেসেজে/আবেদন ফর্ম জমা দেওয়ার পরের Application ID-টি লিখুন।
  • এরপর “Search” অপশনে ক্লিক করলেই সবকিছু স্ট্যাটাস পরপর দেখতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular