HomeJob updates7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

এই বছরের অর্থাৎ ২০২৪ সালের আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman) করতে চলেছেন সংসদে বাজেট পেশ। সেই বাজেটে অত্যন্ত বড় সুখবর আসতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কি সেই সুখবর? জানুন।

দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় সরকারের কর্মীরা ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছিল এবং অবশেষে সেই অর্জি শুনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন এইবার ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রের তরফে এটিই বড় উপহার।

আচ্ছা এই ফিটমেট ফ্যাক্টরটা কি? আসুন জানি। এই ফিটমেন্ট ফ্যাক্টর হলো কর্মীর বেসিক স্যালারি ও ভাতা, এই দুটি মিলিয়ে যে টাকা পাওয়া যায় সেটিই হলো ফিটমেন্ট ফ্যাক্টর(Fitment Factor)।

এই প্রসঙ্গে বলে রাখি যে শেষবার কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর শেষবার বেড়েছিল ২০১৬ সালে যেখানে কর্মীদেরযেখানে ন্যূনতম বেসিক স্যালারি (Basic Salary) ৬,০০০ থেকে ১৮,০০০ টাকা হয়েছিল। এই বার ফিটনেন্ট ফ্যাক্টর বাড়লে কর্মীদের বেসিক স্যালারি বাড়বে প্রায় ৮০০০ টাকা অবধি।

অর্থাৎ, বর্তমানে যেখানে কেন্দ্রীয় কর্মীদের বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ রয়েছে সেখানে সেটি বৃদ্ধি পেয়ে ৩.৬৮ গুণ হতে পারে। বেসিক স্যালারি এর সাথে বৃদ্ধি পাবে ডিএ এবং House Rent Allowance এর টাকাও।

যদি বেসিক স্যালারি বৃদ্ধি পায় ১৮,০০০ টাকা অবধি, থাকে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে ২৬,০০০ টাকা যা ৪৬ শতাংশের সমান অর্থাৎ বেসিক পে বৃদ্ধি পেলে, মহার্য ভাতা বা ডিএও (DA) বৃদ্ধি পাবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular